লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে করোনা সনাক্তের 'সেলফ-টেস্ট কিওস্ক' বুথ চালু

লস এঞ্জেলেসে চালু করা হয়েছে করোনাভাইরাস সনাক্তের 'সেলফ-টেস্ট কিওস্ক' বুথ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে এই সেবাটি চলবে বলে জানিয়েছেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি। 

মেয়র এরিক গারসেটি জানান, চলমান মহামারি মোকাবেলায় এই নতুন পরীক্ষা পদ্ধতি বুথ চালু করা হয়েছে৷ কোনোরকম পূর্ব রেজিস্ট্রেশন ছাড়াই এখানে প্রতিদিন ৫০০ বাসিন্দা নিজেই  করোনাভাইরাসের টেস্ট করতে পারবে৷ বুধবার থেকে রবিবার সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত বুথ খোলা থাকবে।

ডটএলএ সূত্র জানিয়েছে, করোনাভাইরাসে এই পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করবে কিউরেটিভ কর্পোরেশন। ইতোমধ্যে রাজ্যের মোট টেস্টের ১০ শতাংশ নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠানটি। টেস্ট করার ২৪ ঘন্টা পর পরীক্ষার ফলাফল জানা যাবে। 


এলএবাংলাটাইমস/ওএম