লস এঞ্জেলেস

প্রস্তাবনা ২৪: ভোক্তা সুরক্ষা আইনে পরিবর্তন

আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোট দিবেন মার্কিনীরা। সাধারণত যেসব বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে জনগণের উপর প্রভাব পড়ে, সেসব বিষয়ে প্রস্তাবনা ভোট এর আয়োজন করা হয়। এবারের নির্বাচনে ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস ১২টি প্রস্তাবনা অন্তর্ভুক্ত করেছেন। এই ১২টি প্রস্তাবনার উপর ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা 'হ্যাঁ' অথবা 'না' ভোটের মাধ্যমে তাদের মতামত দিবেন। প্রস্তাবনাগুলোর মধ্যে ট্যাক্স, আবাসন ভাড়া নিয়ন্ত্রন, স্বাস্থ্যসেবা, ভোটাধিকার ও ভোক্তা সুরক্ষা আইন পরিবর্তনসহ বেশকিছু বিষয় রয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো ভোক্তা সুরক্ষা আইন। যেটিকে প্রস্তাবনা ২৪ বা ক্যালিফোর্নিয়া কনজ্যুমার প্রাইভেসী এক্ট অব- ২০২০ বলা হচ্ছে। প্রস্তাবনা ২৪ এর মূল বিষয়বস্তু কী? প্রস্তাবনা ২৪ বা ক্যালিফোর্নিয়া কনজ্যুমার প্রাইভেসী এক্ট অব- ২০২০ মূলত ভোক্তাদের সুরক্ষা বৃদ্ধির চেষ্টা করছে। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করলে এজেন্সি বা ব্যবসা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক জরিমানা দিতে হবে। এইক্ষেত্রে যদি এজেন্সি বা প্রতিষ্ঠান ভোক্তার রেকর্ড মুছে ফেলে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লাইসেন্স জব্দ করা হতে পারে। এছাড়াও প্রতিষ্ঠান বা এজেন্সিকে ভোক্তার অনুরোধে ভোক্তার ব্যক্তিগত তথ্য প্রকাশেও বিরত থাকতে হবে। তবে চাইলে ভোক্তা তার তথ্য পরিবর্তনের জন্য এজেন্সি বা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। সেইসাথে ভোক্তার ব্যক্তিগত তথ্য কোনো এজেন্সি মার্কেটিং বা এডভার্টাইজিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেনা। এছাড়া বয়সের ক্ষেত্রেও নতুন প্রস্তাবিত আইনে পরিবর্তন রাখা হয়েছে। ১৬ বছরের কম বয়েসী কোনো ভোক্তার তথ্য সংগ্রহের জন্য অবশ্যই অনুমতি নিতে হবে৷ আর ১৩ বছরের কম বয়েসী ভোক্তার থেকে পিতা-মাতার কাছ থেকে অনুমতি নিতে হবে। হ্যাঁ ভোট দিলে কী হবে? এই প্রস্তাবনার পক্ষে হ্যাঁ ভোট দিয়ে আইনটি পাশ করলে ভোক্তা সুরক্ষা আইন আরো শক্তিশালী হবে। এই আইন বাস্তবায়িত হলে ভোক্তার সুরক্ষাও আরো বৃদ্ধি পাবে। না ভোট দিলে কী হবে? না ভোটের মাধ্যমে এই প্রস্তাবনা বাতিল হয়ে গেলে ক্যালিফোর্নিয়ায় ২০১৮ সালের ভোক্তা অধিকার আইনই বহাল থাকবে। প্রস্তাবনা ২৪ এর সুফল কী? প্রস্তাবনা ২৪ পাশ হলে শিশুরা অনলাইন মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরো সুরক্ষা পাবে। ১৩ বছর বয়েসী শিশুদের ক্ষেত্রে পিতামাতার অনুমতি প্রয়োজন হওয়ায় শিশু নিগ্রহের ঘটনা কমবে। এছাড়াও ভোক্তার সুরক্ষা ক্ষুণ্ণ হলে ব্যক্তির পাশে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ সহায়তা করবে। প্রস্তাবনা ২৪ এর অপকারিতা কী? প্রস্তাবনা ২৪ এ যেহেতু ভোক্তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা রাখা হয়েছে, সেক্ষেত্রে ভোক্তাদের কিছু ক্ষেত্রে অধিকার কিছুটা সংকুচিত হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ার তথ্য বিক্রি ঠেকানো আগের থেকে কঠিন হয়ে যাবে। এলএবাংলাটাইমস /ওএম