লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে সীমিত আকারে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান

লস এঞ্জেলেস কাউন্টিতে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে করোনার ফলে বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান। সেই সাথে উন্মুক্ত স্থানে বসে খাওয়া এবং সামাজিক মেলামেশার জন্য পরিবারের বাসিন্দাদের বাইরে যাওয়ার অনুমতিও মিলছে। গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জারিকৃত 'স্টে-এট-হোম' অর্ডার তুলে নেন গভর্নর গেভিন নিউসাম। এরপরই লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার ও 'আউটডোর ডাইনিং' এর নিয়ম শিথিল করেছে। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথের ডিরেক্টর বারবারা ফেরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়ে জানান, পরিবারের বাসিন্দাদের জন্য বিনোদন পার্ক, কার্ড রুম, অন্যান্য বিনোদন কেন্দ্র ও কেয়ার সার্ভিস সেন্টারগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে। তবে এখনই রেস্টুরেন্টের বাইরে উন্মুক্ত স্থানে বসে খাওয়ার অনুমতি মিলছে না। এই অনুমতি পাওয়ার জন্য আগামী সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলমান কারফিউ বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা আসবে। তবে এখনই স্বাভাবিক জীবনে ফিরে আসা যাবেনা বলে সতর্ক করেছেন বোর্ড অব সুপারভাইজারস চেয়ার হিলডা সোলিস। তিনি বলেন, 'মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাস্থ্যবিধি সবাইকে টিকা না দেওয়া পর্যন্ত মেনে চলতে হবে'। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টির করোনা পরিস্থিতি এখন পর্যন্ত খুব একটা উন্নতি হয়নি। তবে আক্রান্ত ও শনাক্ত কিছুটা কমেছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমেছে অনেক। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ১৫ হাজার বাসিন্দা করোনায় মারা গেছেন। এর মধ্যে ৫ হাজার বাসিন্দাই মারা গেছেন গত ২৪ দিনে। ফলে এখনই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না বাসিন্দারা, এমনটাই বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। জেনে নিন লস এঞ্জেলেসে কোন নিয়মগুলো শিথিল করা হয়েছে- ১) বাড়ির বাইরে সর্বোচ্চ তিনটি পরিবার বা ১৫ জন সদস্য একত্রে জমায়েত করতে পারবে। ২) বাড়ির বাইরে স্বাস্থ্যবিধি মেনে ব্যয়াম ও শরীরচর্চা করা যাবে৷ ৩) ইনডোর মল, শপিং সেন্টার ও অন্যান্য রিটেইলর
শপ সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খোলা যাবে। ৪) পরিবারের জন্য বিনোদন কেন্দ্রগুলো সক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত খোলা যাবে। ৫) চিড়িয়াখানা ও মিউজিয়াম খোলা যাবে। ৬) হোটেল-মোটেল খোলা যাবে৷ ৭) কার্ড রুম, মিনি গলফ কোর্স সক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত খোলা যাবে। ৮) উপাসনার জন্য সামাজিক দূরত্ব মেনে বাইরে আয়োজন করতে হবে। এলএবাংলাটাইমস/ওএম