লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় নেই গ্যাসোলিন সংকট

যুক্তরাষ্ট্রের বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইন সাইবার হামলার শিকার হয়ে জ্বালানি সরবরাহ বন্ধ রাখে গত পাঁচদিন। এর ফলে গ্যাসের দাম বেড়ে যায় ও জ্বালানী সংকটের সৃষ্টি হয়। তিনটি রাজ্য জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। জ্বালানি সংকটের কথা ভেবে অন্যান্য রাজ্যগুলোর মতো ক্যালিফোর্নিয়া রাজ্যেও গ্যাসের চাহিদা বেড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের ফুয়েল এনালিস্টরা বলছেন, ক্যালিফোর্নিয়ায় জ্বালানি সংকট নেই। সাউথইস্ট অঞ্চলে যে সংকট সৃষ্টি হয়েছে, ক্যালিফোর্নিয়াতে সেই সংকট নেই। বিশেষজ্ঞরা বলছেন, কলোনিয়াল পাইপলাইনে যে সংকট সৃষ্টি হয়েছে, তার সাথে ক্যালিফোর্নিয়া গ্যাস সংকটের কোনো যোগসূত্র হবে না। ক্যালিফোর্নিয়ায় যথেষ্ট গ্যাসের মজুদ আছে। এদিকে লস এঞ্জেলেসসহ অন্যান্য কিছু কাউন্টিতে গ্যালন প্রতি গ্যাসের দাম গত সপ্তাহ থেকে বেড়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যালন প্রতি গ্যাসের দাম ছিলো ৪ দশমিক ১৬ ডলার। এর আগে গত শুক্রবার সাইবার হামলার কবলে পড়ে কলোনিয়াল পাইপলাইনের সকল জ্বালানি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রতিদিন ইস্ট কোস্টে ৫ হাজার ৫০০ মাইল লম্বা পাইপলাইন দিয়ে ২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল জ্বালানি পরিবহণ করা হয়৷ কলোনিয়াল পাইপলাইন এক বিবৃতিতে জানায়, জ্বালানি সরবরাহ চালু হলেও এটি স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুদিন সময় লাগতে পারে। বিবৃতিতে জানানো হয়, ' কলোনিয়াল পাইপলাইনের গ্রাহকদের প্রথমদিকে সরবরাহ পেতে অসুবিধার সৃষ্টি হতে পারে'। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, ডার্কসাইড নামের একটি রাশিয়ান হ্যাকার গোষ্ঠী এই হামলার জন্য দায়ী। কলোনিয়াল পাইপলাইন জানায়, হ্যাকারদের দাবি করা অর্থ পরিশোধ করা হবে না। এলএবাংলাটাইমস/ওএম