লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় 'জরুরি অবস্থা' বিষয়ে বিভক্ত আইনপ্রণেতারা

করোনা মহামারির কারণে এক বছর তিন মাস আগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করে গভর্নর গেভিন নিউসাম। তবে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। করোনার সর্বনিম্ন সংক্রমণের তালিকায় রয়েছে ক্যালিফোর্নিয়ার নাম। ১৫ জুন করোনা বিধিনিষেধ রাজ্যজুড়ে শিথিল করে দিলেও জরুরি অবস্থা জারি রাখার কথা জানান ডেমোক্রেটিক গভর্নর গেভিন নিউসাম। তবে গেভিন নিউসামের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের আইনপ্রণেতারা কেনো জরুরি অবস্থা উঠিয়ে নেওয়া হবে না, তার উত্তর চেয়েছেন। সোমবার (৭ জুন) জরুরি অবস্থা উঠিয়ে না নেওয়ার ব্যাখ্যা চেয়ে চিঠি গেভিন নিউসামের অফিস বরাবর অ্যাসেম্বলিম্যান কেভিন কাইলি এবং আর-রকলিন। কাইলি বলেন, 'বাসিন্দাদের মধ্যে এক ধরণের হতাশ মনোভাব চলে এসেছে। এই পরিস্থিতির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন'। করোনা মহামারি সংক্রান্ত জরুরি অবস্থা তুলে দিতে আইনসভাও তৈরি হয়েছে৷ এই প্রস্তাবনার অন্যতম আহবায়ক কাইলি বলেন, 'আমার সহকর্মীদের কাছে অনুরোধ জানাচ্ছি এই আইন পাশের মাধ্যমে জরুরি অবস্থা উঠিয়ে দিতে'। একই রকম প্রস্তাবনা স্টেট সিনেটেও উত্থাপন করা হয়েছে। রিপাবলিকান ঘরানার আইনপ্রণেতারা জরুরি অবস্থা উঠিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নেন। এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গত শুক্রবার এক টিকা লটারি অনুষ্ঠানে বলেন, 'করোনার সংক্রমণ কম মানে তা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। ১৫ জুন বিধিনিষেধ শিথিল হলেও রাজ্যে জরুরি অবস্থা জারি থাকবে'। ক্যালিফোর্নিয়ার জরুরি অবস্থাকে কেন্দ্র করে রাজ্য সিনেটে মুখোমুখি অবস্থান নিবেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান রাজনীতিবিদেরা। এলএবাংলাটাইমস/ওএম