লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে নিষিদ্ধ হচ্ছে সুগন্ধি তামাক বিক্রি

লস এঞ্জেলেস কাউন্টিতে মিষ্টি, ফল এবং মিন্টের সুগন্ধযুক্ত তামাক বিক্রি খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। বুধবার (১৬ জুন) এই সংক্রান্ত একটি বিল প্রস্তাবনা করেছে সিটি কাউন্সিল। সিটি কাউন্সিলের সদস্যরা ভোটের মাধ্যমে সিটি অ্যাটর্নিদের কাছে সুগন্ধিযুক্ত তামাক বিক্রি বন্ধের খসড়া তৈরি করে নিষিদ্ধের আবেদন জানান। শিশু-কিশোরদের মধ্যে ইলেক্ট্রনিক সিগারেটসহ এসব তামাক ভবিষ্যতে নিকোটিন গ্রহণের কারণ হয়ে দাঁড়ায় বলে দাবি করেন তাঁরা। তাঁরা বলেন, শিশুরা প্রচলিত তামাক পান করে না। তাই তাদের জন্য কোম্পানিগুলো গন্ধযুক্ত তামাক তৈরি করেছে। এসব পণ্য শিশুদের অন্যান্য মাদক গ্রহণে উৎসাহিত করে। এই প্রস্তাবটি সিটি কাউন্সিলে ৮-৬ ভোটে পাশ হয়। অনেক কাউন্সিল সদস্য এই প্রস্তাবনার বিপক্ষে যুক্তি দেন। এলএবাংলাটাইমস/ওএম