লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ডেল্টা ভ্যারিয়েন্ট: আবারো কী বিধিনিষেধ আসছে?

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বেশ প্রভাব বিস্তার শুরু করেছে। বর্তমানে দেশজুড়ে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৫১ শতাংশ বাসিন্দার দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে ইনডোর প্লেস বা বদ্ধস্থানে মাস্ক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এই নিয়ম জারি করার প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন গভর্নর গেভিন নিউসাম। গভর্নর গেভিন নিউসাম বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে নতুন করে আবারো বিধিনিষেধ আসবে কী না- সেটি টিকাদান কার্যক্রমের উপর নির্ভর করছে। নিউসাম বলেন, 'যদি আমরা অধিকাংশ বাসিন্দাকে টিকাদান কার্যক্রমের আওতায় আনতে পারি, তবে বিধিনিষেধের কোনো প্রয়োজন নেই। তাই যারা টিকা গ্রহণ করেননি, ডেল্টা ভ্যারিয়েন্ট তাদের জন্য একটি সতর্কবার্তা'। মেরিন কাউন্টি পাবলিক হেলথ অফিসার ড. ম্যাট উইলিস বলেন, 'ক্যালিফোর্নিয়ায় করোনায় যারা মারা গেছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের কেউই টিকা গ্রহণ করেননি'। ড. উইলিস বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট ক্যালিফোর্নিয়া এবং বে এরিয়াতে বেশ ভালো ভাবেই ছড়িয়ে যাচ্ছে৷ এটি আগের থেকে আরো বেশি সংক্রামক এবং যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যেই এটি বেশি করে ছড়াচ্ছে'। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে ক্যালিফোর্নিয়ার প্রধান সংক্রামক হয়ে উঠেছে। গত জুন মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট করোনা সংক্রমণের ৩৫ দশমিক ৬ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হয়েছে। এর আগে মে মাসে মোট আক্রান্ত রোগীর মাত্র ৫ দশমিক ৬ শতাংশের দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে করোনার যেই সংক্রমণ ঘটেছে, এর বেশিরভাগের জন্য দায়ী এই ডেল্টা ভ্যারিয়েন্ট৷ এখন পর্যন্ত লস এঞ্জেলেসের ৪ মিলিয়ন বাসিন্দা টিকা গ্রহণ করেনি। এর মধ্যে ১ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দা টিকা গ্রহণের উপযুক্ত নয়। আর তাই ডেল্টা ভ্যারিয়েন্ট ঝুকিপূর্ণ হয়ে উঠতে পারে। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এর প্রধান ড. বারবারা ফেরের জানান, গত সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে ২৪৫ জন করোনা রোগীর দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যাটি দ্বিগুণ। যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্টের থেকেও ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি ছড়িয়ে গেছে। জুনে ৩৪ দশমিক ৫ শতাংশ করোনা রোগীর দেহে আলফা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এর আগে এপ্রিল ও মে মাসে প্রধান সংক্রামক ছিল আলফা। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্মকর্তারা ইতোমধ্যে বাসিন্দাদের ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্কতা জারি করেছেন। তাঁরা বলছেন, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। টিকার পূর্ণ ডোজ গ্রহীতারাও ছড়াতে পারে এই ডেল্টা ভ্যারিয়েন্ট। এলএবাংলাটাইমস/ওএম