লস এঞ্জেলেস

বৈধ কাগজপত্রহীন পঞ্চাশোর্ধদের স্টেট হেলথ কেয়ার সেবা প্রদান করবে ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ার বৈধ কাগজপত্রহীন পঞ্চাশোর্ধ বাসিন্দাদের নতুন করে এবার স্টেট হেলথ কেয়ার কভারেজের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) গভর্নর গেভিন নিউসাম এই সংক্রান্ত নতুন এক আইনে স্বাক্ষর করেন। এবার ক্যালিফোর্নিয়া রাজ্য গৃহহীনদের মানসিক স্বাস্থ্য ও আবাসন নিয়ে বড় পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে বৈধ-অবৈধ নির্বিশেষে সকল নিম্ন আয়ের বাসিন্দারা মেডি-ক্যাল কভারেজের সেবা পাবেন। মূলত ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের উদ্যোগেই এই বিলটি পাশ হয়েছে৷ বিলটি স্বাক্ষর করার সময় ফ্র‍্যান্সোর ক্লিনিকা সিয়েরা ভিস্টা ইলম কমিউনিটি হেলথ সেন্টারে এক বিবৃতিতে বলেন, 'এটা আমাদের গর্বের বিষয়। এটা ক্যালিফোর্নিয়ার আদর্শ। আমরা মিলেমিশে সবার অধিকার ক্ষুণ্ণ রেখে পথ চলবো'। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার লেবর সেন্টার জানায়, আগামী বছর প্রায় ৪০ মিলিয়ন বাসিন্দার হেলথ ইন্সুরেন্স থাকবে না। এর মধ্যে ২০ মিলিয়ন বাসিন্দার বৈধ কাগজপত্র নেই। এর ফলে এই বিশাল সংখ্যক বাসিন্দারা মেডিকেইড বেনিফিটসহ রাজ্যের অন্যান্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন৷ যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াসহ অল্প কয়েকটি রাজ্যেই বৈধ কাগজপত্রহীনদের হেলথ কভারেজ নিশ্চিত করেছে৷ এই আইনের সমর্থকদের ভাষ্য যে স্বাস্থ্য সেবা একটি মৌলিক অধিকার এবং এটি নাগরিকত্ব স্ট্যাটাস নির্বিশেষে সবার পাওয়ার অধিকার আছে। তবে এর বিরোধীরা বলছেন, 'কর দাতাদের অর্থ কোনো অবৈধ বাসিন্দার জন্য খরচ করার মানে হয় না'। তবে অনেক বৈধ কাগজপত্রহীন অভিবাসীই রাষ্ট্রীয় ও রাজ্যের কর প্রদান করে থাকে৷ কিন্তু লাখ লাখ অভিবাসী করোনা-সম্পর্কিত স্টিমুলাস চেকের অর্থ থেকে বঞ্চিত হয়েছে। কারণ তাদের ফেডারেল ট্যাক্স প্রদানের সময় ট্যাক্স পে আইডেন্টিফিকেশন নাম্বার ব্যবহার করতে হয়েছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার নয়। এলএবাংলাটাইমস/ওএম