লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বইবে ঝড়ো বাতাস, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত বিরাজ করবে ঝড়ো ও ঠান্ডা আবহাওয়া৷ ঝড়ো বাতাসের কারণে হাজারো গ্রাহক বিদুৎ বিচ্ছিন্ন হতে পারেন। সোমবার পর্যন্ত বিভিন্ন স্থানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। মঙ্গলবার পাহাড় ও মরুতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাত্রীকালীন আবহাওয়া থাকবে ঠান্ডা। বিগ বিয়ারে ২০ ডিগ্রী ফারেনহাইটে নামতে পারে তাপমাত্রা। ইনল্যান্ড অ্যাম্পায়ার ও ভেনচুরা কাউন্টিতে তাপমাত্রা কমে হবে ৪০ ডিগ্রী। মঙ্গলবার লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে রোদ উঠবে। তাপমাত্রাও থাকবে বেশি। দিনে ৭১ ডিগ্রী এবং রাতে সেটি কমে হবে ৫০ ডিগ্রী ফারেনহাইট। উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ার অঞ্চলে ঝড়ো বাতাস বইবে ঘণ্টায় ৩৫ কিলোমিটার। আর তাপমাত্রা বিরাজ করবে ৭১ ডিগ্রী। পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা বিরাজ করবে ৪৬ ডিগ্রী। নর্থওয়েস্টে তাপমাত্রা বইবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। মরু লঞ্চলে ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। দিনে তাপমাত্রা থাকবে ৬৮ ডিগ্রী এবং রাতে সেটি কমে হবে ৩৭ ডিগ্রী। এই সপ্তাহের পর আবারো তাপমাত্রা বেড়ে যাবে৷ শুক্রবার লস এঞ্জেলেসে তাপমাত্রা থাকবে ৮০ ডিগ্রী ও ইনল্যান্ড অ্যাম্পায়ারে থাকবে ৯০ ডিগ্রী। এরপর আবারো ঝড়ো বাতাস বইতে শুরু করবে। আগামী সপ্তাহে জারি থাকতে পারে দাবানল সতর্কতা। এলএবাংলাটাইমস/ওএম