লস এঞ্জেলেস

২০২২ সাল থেকে বাড়ছে ক্যালিফোর্নিয়ার সর্বনিম্ন মজুরি

ক্যালিফোর্নিয়ায় ১ জানুয়ারি ২০২২ সাল থেকে জারি হচ্ছে নতুন শ্রম আইন। এর ফলে নিম্ন আয়ের কর্মীদের প্রতি ঘণ্টার মজুরি বৃদ্ধি পাবে।   জানুয়ারির ১ তারিখ থেকে যেসব প্রতিষ্ঠানে ২৬ বা এর বেশি সংখ্যক কর্মী রয়েছে, তাদের প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ১৫ ডলার মজুরি দিতে হবে। চলতি বছর এই দাবিতে অনেক আন্দোলন করেছেন কর্মীরা। বর্তমানের সর্বনিম্ন মজুরি থেকে ঘণ্টা প্রতি এক ডলার বেড়েছে নতুন আইনে।    এছাড়া যেসব প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ২৫ বা এর কম, তাদের মজুরি ঘণ্টাপ্রতি ১ ডলার করে বাড়িয়ে ১৪ ডলার নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে সেটি বাড়িয়ে ঘণ্টাপ্রতি ১৫ ডলার করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য সব অঙ্গরাজ্যের থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি সবচেয়ে বেশি। ফেডারেক সর্বনিম্ন মজুরি ৭ ডলার ২৫ সেন্ট। এক দশক ধরে এই মজুরির পরিমাণ অপরিবর্তিত রয়েছে।   তবে গোল্ডেন স্টেট ক্যালিফোর্নিয়ার অনেক শহরেই স্থানীয় অর্ডিনেন্স কতৃক এই সর্বনিম্ন মজুরি অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। স্যান ফ্র্যান্সিসকো বে এরিয়াতে এই সর্বনিম্ন মজুরি সবচেয়ে বেশি নির্ধারণ করা হয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউড সিটি কাউন্সিল ইতোমধ্যে ঘোষনা দিয়েছে যে ২০২৩ সাল থেকে সর্বনিম্ন মজুরি ১৭ ডলার ৬৪ সেন্ট নির্ধারণ করা হবে। বে এরিয়ার সিটি অব এম্রিভিলেতে বর্তমানে ১৬ দশমিক ৬৪ ডলার সর্বনিম্ন মজুরি প্রদান করা হয়ে থাকে। ইউসি বার্কেলে লেবর সেন্টার জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার আরও অন্তত ১২টি শহরে সর্বনিম্ন মজুরি ১৬ ডলার নির্ধারণ করা হবে। এলএবাংলাটাইমস/ওএম