নর্থ হলিউডে দুইটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক শিশুসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রবিবার (২৬ জানুয়ারি) রাতে এই দুর্ঘটনাটি হয়।
দুর্ঘটনায় একটি গাড়ি সম্পূর্ণ উল্টে যায়। গাড়ির মধ্যে দুইজন আটকে যায়।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা ১১৪৮২ ওয়েস্ট ম্যাগনোলিয়া বুলেভার্দে দুর্ঘটনার পর সন্ধ্যা ৭টার ঘটনাস্থলে পৌঁছায়।
এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে সঠিক জানা যায়নি। তবে যেই গাড়িটি উল্টে গেছে সেটিকে ম্যাগনোলিয়া বুলেভার্দের ১৭০ ফ্রিওয়ের নর্থবাউন্ডের দিকে পাওয়া গেছে।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ৪০ বছর বয়সী একজন ও ৩৫ বছর বয়সী আরেকজনকে গাড়ির ধংসস্তুপ থেকে বের করে আনা হয়। দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ১০ মাস বয়সী আরেকটি শিশুকে গাড়িতে আটকে থাকা অবস্থায় বের করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা অজানা।
কর্তৃপক্ষ আরও জানায়, অন্য গাড়িতে থাকা আরেক নারীও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার শারীরিক অবস্থা মোটামুটি।
দুর্ঘটনার কারণ হিসেবে মাদক বা অ্যালকোহলের সম্পৃক্ততা আছে কী না, তা নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় যান চলাচল ব্যহত হচ্ছে ও সড়ক পরিষ্কার করার কাজ চলছে।
এলএবাংলাটাইমস/ওএম