লস এঞ্জেলেস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে নতুন ঝড়


গত তিনদিন ধরে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলমান বৈরি আবহাওয়ার রেশ না কাটতেই নতুন করে আরেকটি ঝড় ধেয়ে আসছে। বেশ কিছু অপেক্ষাকৃত দূর্বল ঝড়ে বুধবার (০১ মার্চ) বৃষ্টিপাত ও পাহাড়ি অঞ্চলে তুষারপাত হবে। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রতিটি ঝড়ই অপেক্ষাকৃত দূর্বল হলেও একটির পর আরেকটি আছড়ে পড়ায় বৃষ্টিপাত ও তুষারপাত হবে। নতুন এই ঝড়ে পাহাড়ি রাস্তায় ঢল নেমে যান চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে এনডব্লিউএস। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বুধবার সন্ধ্যা পর্যন্ত শৈত্যপ্রবাহ জারি করেছে। বজ্রপাতের সাথে তুষারপাত হতে পারে ও ভারি বাতাস বয়ে যেতে পারে। আবহাওয়াবিদেরা জানান ঝড়টি তিনটি ধাপে আঘাত হানবে। প্রথমটি উপকূল অঞ্চলগুলোতে আধা থেকে ১ ইঞ্চি পরিমাণ পর্যন্ত বৃষ্টিপাত ঝরাতে পারে এবং দ্বিতীয় ঝড়টি উপকূল এবং উপত্যকা অঞ্চলে ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরাতে পারে। পরের ঝড়গুলো মৃদু বৃষ্টিপাতের কারণ হতে পারে। ৩ হাজার থেকে ৪ হাজার ৫০০ ফুট পর্যন্ত তুষারপাতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম