লস এঞ্জেলেস

স্ট্রম টাইমলাইন: নতুন ঝড়ে হবে আরও বৃষ্টি ও তুষারপাত

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বৃষ্টিপাত থামার পর নতুন আরেকটি রেইন সিস্টেমের প্রভাবে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সোমবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার এবং বুধবার জুড়ে এই বৃষ্টিপাত ঝরার সম্ভাবনা আছে। তবে এটি গত ঝড়ের মতো এতো শক্তিশালী না হলেও বৃহস্পতিবার নাগাদ এই বৃষ্টি ধারা অব্যাহত থাকবে। মঙ্গলবার-বুধবার মঙ্গলবার স্ট্রম সিস্টেমের কারণে বেশিরভাগ অঞ্চলে আধা ইঞ্চির থেকে বেশি বৃষ্টিপাত হবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬০ ডিগ্রি। বুধবার দ্বিতীয় সিস্টেমের প্রভাবে আরেকটু ভারি বৃষ্টিপাত ঝরবে, কিছু এলাকায় ১ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হবে। পাহাড়ি অঞ্চলে এক ফুটের বেশি তুষারপাত হতে পারে। বৃহস্পতিবার-শুক্রবার বৃহস্পতিবার আর শুক্রবার থেকে বৃষ্টি কমে যাবে এবং আকাশ পরিচ্ছন্ন ও পরিষ্কার থাকবে। তাপমাত্রা বিরাজ করবে সর্বোচ্চ ৬০ ডিগ্রি ফারেনহাইট। লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টি লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে মঙ্গলবার আধা ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৮ ডিগ্রি। ভ্যালি এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে তাপমাত্রা মঙ্গলবার বিরাজ করবে সর্বোচ্চ ৫৪ ডিগ্রি। মঙ্গলবার বৃষ্টি ঝরবে সর্বোচ্চ আধা ইঞ্চি এবং বুধবার প্রায় ১ ইঞ্চি। সৈকত অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাত ঝরবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৫ ডিগ্রি এবং ২ থেকে ৪ ফুট ঢেউ বয়ে যেতে পারে। ৫ হাজার ফিট উপরে ৩ থেকে ৬ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি, রাতে কমে নেমে আসবে ১৬ ডিগ্রিতে। কয়েকদিন টানা তুষাতপাত হওয়ার পর হিমবাহের সম্ভাবনাও রয়েছে। মরুভূমি কমিউনিটিতে মঙ্গলবার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৫০ ডিগ্রি ফারেনহাইট এবং তুষারপাত হবে ৪ হাজার ফিট। এলএবাংলাটাইমস/ওএম