লস এঞ্জেলেস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবারও ধেয়ে আসছে উইন্টার স্ট্রম

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বুধবার (২৯ মার্চ) ধেয়ে আসছে আরেকটি ঝড়। এর প্রভাবে এই অঞ্চলে আধা ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঝরতে পারে এবং পাহাড়ে প্রায় এক ইঞ্চি তুষারপাত হতে পারে। বুধবার (২৯ মার্চ) সকাল থেকেই এই ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হবে। লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে আধা ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে ও ৬১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজ করবে। রাতের বেলা তাপমাত্রা থাকবে ৫২ ডিগ্রি ফারেনহাইট। তবে বিকালের দিকেই বেশিরভাগ আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বৃহস্পতিবার আবারও সম্ভাব্য বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত হবে। বুধবার উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৬০ ডিগ্রি ফারেনহাইট, রাতে সেটি কমে নেমে আসবে ৪৭ ডিগ্রি ফারেনহাইটে। বুধবার এবং বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পরিমাণ একই থাকবে। বুধবার বৃষ্টিপাতের প্রভাবে সৈকত অঞ্চল শীতল হয়ে যাবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৫৮ ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন ৫০ ডিগ্রি ফারেনহাইট। বুধবার এবং বৃহস্পতিবার পাহাড়ি অঞ্চলে স্নো শাওয়ার এর বেশ সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সকাল ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত উইন্টার স্ট্রম ওয়ার্নিং বা শীতকালীন ঝড় সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার নাগাদ স্যান গ্যাব্রিয়েল মাউন্টেনের ৫ হাজার ফিট উচ্চতায় ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে। আবহাওয়াবিদেরা জানান, কিছু সর্বোচ্চ চূড়ায় ১৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে ও ঝড়ো বাতাস বয়ে যাবে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে। দ্য ওয়েস্টার্ন স্যান গ্যাব্রিয়েল মাউন্টেন এবং অ্যান্টিলোপ ভ্যালি (১৪) ফ্রিওয়ে করিডোর বুধবার সকাল ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত উইন্টার ওয়েদার অ্যাডভাইজরি জারি থাকবে। বৃহস্পতিবার ৫ হাজার ফিট উচ্চতায় ৪ থেকে ৮ ইঞ্চি তুষারপাত হবে। একই রকম উইন্টার ওয়েদার স্ট্রম সতর্কতা জারি থাকবে নরদার্ন লস এঞ্জেলেসের ৫ ফ্রিওয়ে করিডোরে, গ্রেপভাইনে আধাইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। মরুভূমি অঞ্চলেও বুধবার কিছু বৃষ্টিপাত ঝরবে। তাপমাত্রা বিরাজ করবে সর্বোচ্চ ৫০ ডিগ্রি ফারেনহাইট এবং রাতে কমে হবে সর্বনিম্ন ৪৫ ডিগ্রি ফারেনহাইট। এই স্ট্রম সিস্টেম বৃহস্পতিবার নাগাদ সরে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার নাগাদ আবহাওয়া শুষ্ক হয়ে যাবে তবে শীতল থাকবে। এলএবাংলাটাইমস/ওএম