লস এঞ্জেলেস

গুলির ঘটনায় বন্ধ ৪০৫ ফ্রিওয়ে

হাউথ্রোন নর্থবাউণ্ডে ৪০৫ ফ্রিওয়েতে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে গোলাগুলির ঘটনায় সিগঅ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের অফিসার এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলির ঘটনায় এই সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৭টায় নর্থবাউণ্ড ৪০৫ এ গুলির ঘটনা ঘটে। ফ্রিওয়ের পাশে একটি আগুনের সূত্রপাত হলে সেখানে উপস্থিত হয় ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিসার। আগুনের উৎসে পৌঁছালে পুলিশ ও সন্দেহভাজন ব্যক্তির মধ্যে গুলি বিনিময় হয়। একা বা একাধিক অফিসার গুলি ছোঁড়ে বলে ধারণা করা হচ্ছে। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে হাতকড়া পড়িয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। এই গোলাগুলির ঘটনার পর থেকে ইংল্যাউড অ্যাভিনিউ এর ফ্রিওয়ে বন্ধ করে দেওয়া হয় ও একটি প্যারামিটার লাগানো হয়। এর বেশি বৃত্তান্ত এখনও জানা যায়নি। এলএবাংলাটাইমস/ওএম