লস এঞ্জেলেস

স্যান দিয়েগো কাউন্টিতে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত

স্যান দিয়েগো কাউন্টিতে অনুভূত হয়েছে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। শুক্রবার (৩১ মার্চ) পালোমার মাউন্টেনের নর্থইস্ট অঞ্চলে হওয়া এই ভূমিকম্প স্যান দিয়েগো কাউন্টিতেও ছড়িয়ে যায় বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)। ইউএসজিএস জানায়, সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এই ভূকম্পনটি অনুভূত হয়। এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪ দশমিক ৯ মাইল। পালোমার অবজারভেটরির ৩ দশমিক ১ মাইল নর্থওয়েস্ট অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ইউএসজিএস এর মানচিত্র 'ডিড ইউ ফিল ইট' অনুসারে, এই ভূমিকম্পটি চুলা ভিস্তা থেকে লস এঞ্জেলেস এলাকার নর্থ পর্যন্ত অনুভূত হয়েছে। এছাড়া ইস্ট কাউন্টি অঞ্চল যেমন জামুল এবং ফলব্রুক, ওয়েস্ট এর কার্লসব্যাড, স্যান দিয়েগো এবং ইউনিভার্সিটি সিটি পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস স্যান দিয়েগো। এছাড়া ভূমিকম্পের ফলে তৎক্ষনাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এলএবাংলাটাইমস/ওএম