লস এঞ্জেলেস

মাদক সংক্রান্ত বিরোধের জেরে বন্দুক হামলা: মৃত ১, আহত ৩

ওয়েস্ট হিলসে শনিবার (১ এপ্রিল) বিকেলে বন্দুক হামলার ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা হয়ে থাকতে পারে। কর্তৃপক্ষ জানায়, বিকাল ৪টায় ফলব্রুক অ্যাভিনিউ অ্যান্ড ভ্যানওয়েন স্ট্রিটের একটি শপিং সেন্টারে এই বন্দুক হামলাটি হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, বিবাদের এক পর্যায়ে পার্কিং লটে একাধিক ব্যক্তি বন্দুক বের করে এবং একে অপরের দিকে গুলি ছোঁড়ে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি প্রধান অ্যালান হেমিল্টন জানান, এই ঘটনায় জড়িত সকলেই আমাদের আটকের আওতায় রয়েছে। হতাহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বন্দুক হামলার পরপরই আরেক সন্দেহভাজন গাড়ি নিয়ে পালিয়ে যেতে চাইলে নিরীহ আরেক ব্যক্তিকে ধাক্কা দিয়ে আহত করে। পরে সন্দেহভাজন আরেকটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে ধাওয়া করে হেলিকপ্টার ইউনিট। এক পর্যায়ে ওয়েনসমাউথ অ্যাভিনিউ অ্যান্ড স্যাটিকয় স্ট্রিটের কাছে ব্যক্তিটি আত্মসমর্পণ করে। ডেপুটি প্রধান হেমিল্টন জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরেক নারী ও পুরুষকে আটক করে পুলিশি জিম্মায় নেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এটি একটি গ্যাং সম্পর্কিত ঘটনা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে এই বন্দুক হামলায় ৪৫ বছর বয়েসী একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে মৃতের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় ওয়েস্ট হিলস কমিউনিটি আশঙ্কামুক্ত রয়েছে। তদন্তের স্বার্থে শনিবার সন্ধ্যা পর্যন্ত শপিং মল এর পার্কিং বন্ধ রাখা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম