লস এঞ্জেলেস

ইসলামিক সেন্টারের দেওয়ালে ঘৃণাত্মক শব্দ লেখার অভিযোগে দুর্বৃত্তকে খুঁজছে পুলিশ

ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দেওয়ালে ঘৃণাত্মক শব্দ লেখার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ইস্টার সানডেতে কোরিয়াটাউন এর কাছে ইসলামিক সেন্টারের সৌন্দর্য্যহানি করেছে এক দুর্বৃত্ত। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অলিম্পিক ডিভিশক এক টুইটার বিবৃতিতে জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি মধ্যরাতের পরে ভেরমোন্ট অ্যাভিনিউ এর আইসিএসসি ভবনে ইসলাম বিরোধী ঘৃণাত্মক কিছু শব্দ লিখেছে। ইসলামিক সেন্টার সাউদার্ন ক্যালিফোর্নিয়া রবিবার এক বিবৃতি দিয়ে জানায়, সোমবার সকালে ঘটনার বিস্তারিত সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। তৎক্ষনাৎ বিবৃতিতে জানানো হয়েছে, লস এঞ্জেলেসে ইস্টার সানডের সকালে ইসলামিক সেন্টারে ইসলামবিরোধী লেখা মুসলিম কমিউনিটিকে মর্মাহত করেছে। প্রতিদিন ধর্মপ্রাণ নিরীহ মুসলিমরা এখানে আসেন এবং এটি বেশ উদ্বেগজনক ঘটনা সবার জন্য। জাতি, ধর্ম নির্বিশেষে সুন্দর সমাজ গড়তে এই ধরণের পদক্ষেপ বেশ ক্ষতিকর ও এসবের জন্য সুষ্ঠু জবাবদিহিতা করতে হবে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। ইতোমধ্যে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সন্দেহভাজন ব্যক্তির ছবি টুইটারে প্রকাশ করেছে। সার্ভিলেন্স ভিডিও থেকে এই ছবি নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। তার বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে এবং তার ওজন হবে ১৮০ পাউন্ড। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কালো পোষাক ও কালো টুপি পরে এই ব্যক্তি দেওয়াল লিখন করে। তার কালো টি শার্টের সামনে গ্রাফিক্স ছিল। কারো কাছে এই ব্যক্তি বা হামলাটি সম্পর্কে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অলিম্পিক ডিভিশনের 213-382-9466 বা 213-382-9440 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম