মায়ামি বিচের উপকূলে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড স্টেশন মায়ামি বিচ, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (CBP) এয়ার অ্যান্ড মেরিন অপারেশনস এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (HSI)-এর যৌথ অভিযানে প্রায় ৩,৭১৫ পাউন্ড কোকেন জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য আনুমানিক ২৮ মিলিয়ন ডলার। ২ ডিসেম্বর গভর্নমেন্ট কাটের পূর্বে মাত্র ২ মাইল দূরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানটি আটক করা হয়।
প্রাথমিকভাবে কোস্ট গার্ডের টহল নৌযান নৌযানটিকে থামালে CBP AMO-র আরও কয়েকটি মেরিন ইউনিট এবং বিশেষায়িত অনুসন্ধান সরঞ্জাম অভিযানকে সহায়তা করে। কোস্ট গার্ড স্টেশন মায়ামি বিচের কমান্ডিং অফিসার লে. ম্যাথিউ রস বলেন, “এটি ১৯৯৫ সালের পর থেকে ইউএস কোস্ট গার্ডের কোনো ছোট নৌস্টেশন থেকে হওয়া সবচেয়ে বড় কোকেন জব্দ অভিযান।” তিনি আরও জানান, দেশের সামুদ্রিক সীমান্তকে মাদক পাচার ও আন্তর্জাতিক অপরাধচক্রের হাত থেকে রক্ষা করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
নৌযানটি তীরে আনা হলে CBP-এর অফিস অব ফিল্ড অপারেশন্সের মায়ামি সি-পোর্ট থেকে একটি K9 দল তদন্তে যোগ দেয়। কুকুরটি নৌযানের একাধিক জায়গায় সন্দেহজনক সংকেত দিলে AMO এজেন্টরা তল্লাশি চালিয়ে ১,০০০টিরও বেশি গোপনে রাখা কোকেনের প্যাকেজ উদ্ধার করেন, যার ওজন ৩,৭০০ পাউন্ডের বেশি। ফেডারেল এজেন্টরা নৌযানে থাকা তিনজনকে আটক করে হেফাজতে নেয়।
CBP এয়ার অ্যান্ড মেরিন অপারেশনস সাউথইস্ট রিজিয়নের নির্বাহী পরিচালক অ্যান্ডি ব্ল্যাঙ্কো বলেন, “এই ধরনের সামুদ্রিক মাদক পাচার বন্ধ করা আমাদের সম্মিলিত শক্তির প্রমাণ। অপরাধীরা জানুক—আমাদের যৌথ টিম নজর রাখছে, এবং তারা শেষ পর্যন্ত ধরা পড়বেই।”
ফেডারেল সংস্থাগুলো জানায়, বিদেশি সন্ত্রাসী সংগঠন, আন্তঃসীমান্ত অপরাধচক্র, মাদক পাচারকারী ও মানব পাচারকারী নেটওয়ার্ক ভেঙে নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।