লস এঞ্জেলেস

বাফলা'র জেনারেল এসেম্বলি (জিএ) মিটিং ১৪ আগষ্ট রবিবার

লস এঞ্জেলেসের সকল সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম- বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা)র নব-নির্বচিত ক্যাবিনেট আগামী ১৪ আগষ্ট রবিবার জেনারেল এসেম্বলি (জিএ) মিটিং এর আহবান জানিয়েছে। প্রথা অনুয়ায়ী প্রতিটি নতুন ক্যাবিনেটই দায়িত্ব গ্রহণের পরপরই অন্তত একবার জেনারেল এসেম্বলি মিটিং করে থাকে। সাধারণত জিএ মিটিংয়ে প্রতি মাসের এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) মিটিংয়ের সকল সদস্যগণ ছাড়াও সকল ক্যাবিনেট সদস্যগণ, বোর্ড অফ ট্রাস্টির সদস্যগণ, সকল এসোসিয়েট সদস্যগণ, অনারারী সদস্যগণ, ষ্ট্যান্ডিং কমিটির সদস্যগণ এবং অন্যন্য সম্মানিত আমন্ত্রিত অতিথিরা ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্হিত থাকেন। এই জিএ মিটিংয়েই নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. এম. এ. হাশেম তার গুরুত্বপূর্ণ 'স্টেট অফ দ্য ফেডারেশন বক্তৃতা' দিবেন।

ইতিমধ্যেই বাফলা'র ক্যাবিনেট সদস্যরা আসন্ন জেনারেল এসেম্বলি মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বাফলা'র পাবলিক রিলেশন্স অফিসার মারুফ খান জানান তাদের নিজস্ব ওয়েবসাইট, ইমেইল, মুঠোফোন, ক্ষুদেবার্তা ও ফেসবুক পেইজ থেকে জেনারেল এসেম্বলি (জিএ) মিটিংয়ের নোটিশ জানানো হয়েছে। পাশাপাশি ক্যাবিনেট সদস্যরা ব্যক্তিগতভাবেও ফেডারেশন সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন।  
আগামী ১৪ আগষ্ট রবিবার লস এঞ্জেলসস্থ বাফলা'র নিজস্ব কার্যালয়ে দুপুর ২টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে। প্রথমে মধ্যান্ন ভোজন পর্ব শেষে বেলা ৩টায় সভার মূল কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। বাফলা'র নব-নির্বাচিত ক্যাবিনেট সদস্যগণ হলেনঃ প্রেসিডেন্ট-ডা. এম. এ. হাসেম, ভাইস প্রেসিডেন্ট- ইঞ্জিনিয়ার শহীদ আলম, জেনারেল সেক্রেটারী- ইলিয়াস টাইগার শিকদার, ওর্গানাইজিং সেক্রেটারী- সিদ্দিকুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারী- শেখ রফিকুল ইসলাম, কালচারাল সেক্রেটারী- শাহনাজ বুলবুল এবং পাবলিক রিলেশান্স অফিসার- মারুফ খান।

বর্তমানে লস এঞ্জেলেসের প্রায় ২৬টি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত একটি ঐক্যবদ্ধ ফেডারেশন হলো বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা) । বাফলা গত দশ বছরের বেশীকাল যাবৎ লস এঞ্জেলেসে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে বিশ্বমানের এক বর্নাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ ডে প্যারেড’ উদযাপন করে আসছে। হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা এতে অংশ নিয়ে থাকে। এর পাশাপাশি লস এঞ্জেলেসের বাংলাদেশী কম্যুনিটির ভেতরে, বাংলাদেশে এবং আমেরিকার বিভিন্নখাতে প্রতিবছর ব্যাপক পরিসরে চ্যারিটি কার্যক্রমও চালিয়ে আসছে বাফলা।

আগামী ১৪ আগষ্ট রবিবার জেনারেল এসেম্বলি (জিএ) মিটিংয়ে প্রবাসী কম্যুনিটির সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাফলা'র ক্যাবিনেট সদস্যবৃন্দ।


 এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি