লস এঞ্জেলেস

লাকি আখন্দ’র চিকিৎসায় লস এঞ্জেলেসে ফান্ড রাইজিং অনুষ্ঠিত

বাংলাদেশের কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী মুক্তিযোদ্ধা লাকি আখন্দ’র চিকিৎসার জন্য লস এঞ্জেলেসে এক ফান্ড রাইজিং সম্পন্ন হয়েছে। গত বুধবার আরেক জনপ্রিয় শিল্পী হায়াদর হোসেনের লস এঞ্জেলেস সফর উপলক্ষে ফ্রেন্ডস ক্লাবের মেম্বার সেক্রেটারি শফিউল আলম বাবু ও প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ, সংস্কৃতি কর্মী ও বৈশাখী মেলার সদস্য মোহাম্মদ আলী (আলী ভাই)’র উদ্যোগে বাংলাদেশ একাডেমি মিলনায়তনে ‘ফান্ড রাইজিং ও কালচারাল নাইট’ নামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ৯-১১ পর্যন্ত হায়দার হোসেনের সুরে মেতেছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হায়দার হোসেন ও লাকী আখন্দের ভক্তরা।



গুণী এই শিল্পীর পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সবাই অংশ নেন এই অনুষ্ঠানে। এজন্য ভেন্যুর মালিক জাহিদ হাসান পিন্টু ভেন্যুর ভাড়া বাবৎ কোনো পেমেন্ট নেননি। এমনকি শিল্পী হায়দার হোসেনও পারফর্ম  করে আয়োজকদের পক্ষ থেকে কোনো পেমেন্ট নেননি। তিনি িএই কনসার্টটি লাকি আখন্দকে উৎসর্গ করেন। 
শুরুতে বৈশাখী মেলার সদস্য মোহাম্মদ আলী (আলী ভাই) সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, এত শর্ট নোটিশে (মাত্র ২৪ ঘন্টা) যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আপনারা জানেন লাকি আখন্দ আমাদের দেশের এক গর্বিত সন্তান। তার অসুস্থ্যতার এই সময়ে সবাইকে পাশে দাঁড়ানো উচিৎ। ্তাই আমরা আজ এই আয়োজন করেছি।



ফ্রেন্ডস ক্লাবের মেম্বার সেক্রেটারি শফিউল আলম বাবু বলেন, মানুষ মানুষের জন্য, একথা আমাদের সবার জানা। এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আজকের এই আয়োজন। লাকি আখন্দের জন্যে কিছু করতে পারলে আমাদের সবার অনেক ভালো লাগবে। গুণী এই শিল্পীর পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস ক্লাবের জেনারেল সেক্রেটারি শাহীন রশিদ। তিনি বলেন, হায়দার হোসেন আমার বেস্ট ফ্রেন্ড। লস এঞ্জেলেসে উনার আগমন উপলক্ষে আমরা লাকি আখন্দের জন্যে ফান্ড রাইজিং-এর উদ্দেশ্যে এই আয়োজন করেছি। যারা উপস্থিত হয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে লাকি আখন্দের বন্ধু লেখক, গীতিকার ও সুরকার ডেন্টিস্ট নাসের আহমেদ অপু লাকি আখন্দ সম্পর্কে বিভিন্ন স্মৃতিচারণ করেন।



অনুষ্ঠান শেষে ফ্রেন্ডস ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান এমকে জামান শফিউল আলম বাবু ও মোহাম্মদ আলীকে বিশেষ ধন্যবাদ জানান যে, তারা এত স্বল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি আয়োজন করেছেন।
এসময় লস এঞ্জেলেস প্রবাসীরা লাকি আখন্দের চিকিৎসার সাহায্যে আর্থিক সহযোগিতা করেন। এতে এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ-সহ কমউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।



উল্লেখ্য, ফুসফুসে ক্যানসার আক্রান্ত হয়ে গত বছর টানা ছয় মাস ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি ছিলেন লাকি আখন্দ। সেখানে দফায় দফায় তাকে কেমোথেরাপি দেয়া হয়। কেমো শেষে তিনি দেশে ফিরেন। এর আগে ব্যাংককে পায়থাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। প্রথম দফায় শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। মূলত লাকী আখন্দের লিভার থেকে হার্টে পানি ঝরছিল। আর এ কারণে কেমোথেরাপি শুরু করতে পারছিলেন না চিকিৎসকরা। এ অবস্থায় তার লিভারে অস্ত্রোপচার করা হয়। এর পরপরই অক্টোবরের প্রথম দিকে ঢাকায় নিজ বাসায় ফিরেন লাকী। দেশেই চিকিৎসাধীন ছিলেন কিছুদিন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্যাংককে নেয়া হয়। তার শরীরে ছয়টির মতো কেমো দেয়া হয়েছে বলে জানা গেছে।

লাকি আখন্দ বিভিন্ন সময় আমেরিকার বিভিন্ন স্টেইটে সফর করেছেন এবং গান পরিবেশন করে প্রবাসীদের মুগ্ধ করেছেন।