লস এঞ্জেলেস

মাঝ আকাশে বিমানের কাঁচ ভাঙল, আহত পাইলট

ডেনভার থেকে লস এঞ্জেলেসগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের সামনের কাঁচ (উইন্ডশিল্ড) মাঝ আকাশে ফেটে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর), তবে বিষয়টি রবিবার নিশ্চিত করা হয়।  ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, ফ্লাইট ১০৯৩ নিরাপদে সল্ট লেক সিটিতে অবতরণ করে উইন্ডশিল্ডের ক্ষতি মেরামতের জন্য। যাত্রীদের পরবর্তী ফ্লাইটে লস এঞ্জেলেসে পাঠানো হয়। বিমানে ছিল ১৩৪ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য। ছবিতে দেখা গেছে, ককপিটে এক পাইলটের হাতে রক্তাক্ত দাগ এবং বিমানের বাইরে পুরোপুরি ফেটে যাওয়া কাঁচের চিহ্ন। তবে পাইলটের অবস্থা বা অন্য কেউ আহত হয়েছেন কিনা, তা এখনও জানায়নি কর্তৃপক্ষ। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) জানিয়েছে, তারা ঘটনাটির তদন্ত করছে। ক্ষতিগ্রস্ত কাঁচ পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম