লস এঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট Herb wesson সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেয়া এক স্বাক্ষাতকারে রক্ষণশীল মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্পের শাসনামলে লস এঞ্জেলেসে বসবাসরত সকল অবৈধ অভিবাসীদের সর্বতোভাবে সহায়তা করতে প্রস্তুত বলে জানান।
উক্ত সংবাদ সম্মেলনে Herb Wesson তার সকল সহযোগীদের লস এঞ্জেলেসে বসবাসরত সকল অবৈধ অভিবাসীদের সকল প্রকার সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে বলেন।
সিটি কাউন্সিল প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় দেয়া বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন,“উনার করা এ সকল বেফাঁস মন্তব্য উদ্বিগ্ন হওয়ার মতো এবং এগুলোকে ছোট করে দেখা ঠিক হবে না”।
অবশেষে, তিনি বলেন, “লস এঞ্জেলেসে বসবাসরত অবৈধ অভিবাসীদের কি করে রক্ষা করা যায় সে জন্য আমি সবসময় নতুন কোন উপায় খোঁজে বের করার চেষ্টা করছি। এবং আশা করি আমি তা পারব”।