লস এঞ্জেলেস

নিখোঁজ লস এঞ্জেলেস দম্পতির খোঁজ মিলল মেক্সিকো সীমান্তে

এক সপ্তাহ আগে লস এঞ্জেলেস থেকে নিখোঁজ হওয়া এরন মরগানস্টেইন (৩৩)ও মারিয়া মিটকোভা(২৭) দম্পতির খোঁজ মিলল মেক্সিকো সীমান্তের স্যানড ডান্সের নিকটে। 
গত পাঁচ দিন মরুভূমিতে অবর্ণনীয় কষ্টে বেঁচে থাকা এই সৌভাগ্যবান দম্পতিকে খোঁজে বের করে লস এঞ্জেলেস পুলিস বিভাগ। নিখোঁজ হওয়া এই দম্পতিকে লস এঞ্জেলেস শহরে সর্বশেষ দেখা গিয়েছিল ১৮ই নভেম্বর২০১৬।