লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গৃহহীনদের সাহায্য করতে ইচ্ছুক হাজারো মানুষ

গৃহহীন মানুষের জন্য গণসচেতনতা বৃদ্ধি ও আর্থিক ফান্ড তৈরির লক্ষ্যে আয়োজিত দশম বার্ষিক হোমওয়াকে পনের হাজারের বেশি লোক অংশগ্রহণ করবে বলে আশা করছে আয়োজকরা। এই প্রথমবারের মত পাঁচ কিলোমিটার হাঁটার এই কর্মসূচীটি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড পার্কে। ইতোপূর্বে যা অনুষ্ঠিত হত এক্সপজিশন পার্কে। হাঁটার কর্মসূচী শুরুর আগে নির্ধারিত অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বৃহত্তর লস এঞ্জেলেস ইউনাইটেড ওয়ের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিব এলিস বুইক এবং প্রো ফুটবল হলের ফেইম মেম্বার এরিক ডিকারসন। 
আয়োজকরা বলেন, “প্রায় ১৭,০০০ গৃহহীনকে বাড়ি করে দেওয়ার জন্য তারা গত নয় বছরে তারা ৬.৫ মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করে”। 
এ বছর তাদের লক্ষ্য হল গৃহহীনদের সাহায্য করার জন্য অন্তত ১ মিলিয়ন ডলার সংগ্রহ করা।