লস এঞ্জেলেস

সাউথ লস এঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে ১ তরুণী ও ২ নারী আহত

গতকাল মঙ্গলবার রাত ১০ টায় সাউথ লস এঞ্জেলেসে E.51 স্ট্রীটের ১৪০০ ব্লকের একটি বাড়িতে এক যুবক নিজেকে মারাত্মকভাবে গুলিবিদ্ধ করে। সেইসাথে গুলি করে আহত করে ২ নারী ও ১ তরুণীকে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় কয়েক জনকে পড়ে থাকতে দেখে বলে জানায় লস এঞ্জেলেস পুলিশ বিভাগ। 
একটি শিশুসহ ৩ জন নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং বন্দুকধারী ব্যক্তিটি নিজেকে ও মারাত্মকভাবে গুলিবিদ্ধ করে বলে জানা যায়। 
আহত নারীদের অবস্থা কেমন তা এখনো প্রকাশ করা হয় নি।