সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্প তার আসন্ন প্রশাসনে সাউথ ক্যারোলিনার গভর্নর Nikki Haley কে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ করার প্রস্তাব করেন বলে জানায় ট্রামের তিনজন সিনিয়র কর্মকর্তা।
কর্মকর্তারা বলেন, “Haley রক্ষণশীলদের মধ্যে খুবই প্রিয় সকলে তাকে গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে”। Haley ই হচ্ছে প্রথম নারী যাকে ট্রাম্প তার প্রশাসনের জন্য মনোনীত করেছে। তাকে এই পদে মনোনয়নের জন্য এখন শুধু মার্কিন সিনেটরদের সম্মতির প্রয়োজন।
কর্মকর্তারা বলেন, “Haley রক্ষণশীলদের মধ্যে খুবই প্রিয় সকলে তাকে গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে”। Haley ই হচ্ছে প্রথম নারী যাকে ট্রাম্প তার প্রশাসনের জন্য মনোনীত করেছে। তাকে এই পদে মনোনয়নের জন্য এখন শুধু মার্কিন সিনেটরদের সম্মতির প্রয়োজন।