লস এঞ্জেলেসে পার্কিং আবেদন টিকেট পরিচালনার জন্য Xerox পদ্ধতি ব্যবহার করা হয়। টিভি স্টেশন অনুসারে,প্রায় নিয়মিতই অসংখ্য টিকেট আবেদন অস্বীকৃত হয় জেরক্স ব্যবস্থাটির মাধ্যমে।
বর্তমানে পার্কিং টিকেট আবেদন ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করে বেসরকারি কোম্পানি Angelenos. হাইকোর্টে রায়ে,লাভজনক বেসরকারি কোম্পানি বাদ দিয়ে লস এঞ্জেলেস বিভাগকে বিষয়টি পরিচালনা করতে বলা হয়। এই সপ্তাহে দেয়া এই রায়ের বিরদ্ধে রিভিউ আপিল করেন সিটি এটর্নি Mike Feuer.কিন্তু হাইকোর্ট তার রিভিউ আপিলটি নাকচ করে দেন। মামলার বাদী লস এঞ্জেলেস নাগরিক Cody Weiss বলেন, “জেরক্স পার্কিং টিকেট পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ দেয় না। টাকা কামানোই তাদের মূল প্রণোদনা। তারা লিপ্সা দ্বারা প্রণোদিত”।
লস এঞ্জেলেস ট্রান্সপোর্টেশন বিভাগের যোগাযোগ পরিচালক Bruce Gillman বলেন, “আগামী ৩০ দিনের মধ্যে তারা লোক নিয়োগ দিবে যাতে আবেদন ব্যবস্থার জটিলতা দূর হয়, ইতোমধ্যে তারা লোক খোঁজা শুরু করে দিয়েছে”।
বর্তমানে পার্কিং টিকেট আবেদন ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করে বেসরকারি কোম্পানি Angelenos. হাইকোর্টে রায়ে,লাভজনক বেসরকারি কোম্পানি বাদ দিয়ে লস এঞ্জেলেস বিভাগকে বিষয়টি পরিচালনা করতে বলা হয়। এই সপ্তাহে দেয়া এই রায়ের বিরদ্ধে রিভিউ আপিল করেন সিটি এটর্নি Mike Feuer.কিন্তু হাইকোর্ট তার রিভিউ আপিলটি নাকচ করে দেন। মামলার বাদী লস এঞ্জেলেস নাগরিক Cody Weiss বলেন, “জেরক্স পার্কিং টিকেট পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ দেয় না। টাকা কামানোই তাদের মূল প্রণোদনা। তারা লিপ্সা দ্বারা প্রণোদিত”।
লস এঞ্জেলেস ট্রান্সপোর্টেশন বিভাগের যোগাযোগ পরিচালক Bruce Gillman বলেন, “আগামী ৩০ দিনের মধ্যে তারা লোক নিয়োগ দিবে যাতে আবেদন ব্যবস্থার জটিলতা দূর হয়, ইতোমধ্যে তারা লোক খোঁজা শুরু করে দিয়েছে”।