লস এঞ্জেলেস

জলবায়ু সামিটের ভাইস চেয়ারম্যান হল লস এঞ্জেলেস মেয়র

জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায়  অন্যান্য স্টেটের মেয়রদের সাথে যোগ দিতে  মেক্সিকো যাচ্ছেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেটটি। গারসেটটি উদ্বোধনী অনুষ্ঠানে C40 মেয়রের সাথে সামিটে অংশগ্রহণ করবে। মেয়রের সহযোগী কর্মকর্তারা জানান, “জলবায়ু পরিবর্তন বিষয়ক এই সামিটের স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন”। 
তাছাড়া, মেক্সিকো foreign affairs সেক্রেটারি Claudia Ruiz Massieuএর সাথে লস এঞ্জেলেস মেয়র অভিবাসন সমস্যা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতিমালা নিয়েও আলোচনা করবেন বলে জানা যায়।