গতকাল শুক্রবার লস এঞ্জেলেস ২০২৪’র সর্বশেষ প্রস্তাবে, ২০২৪ সালে অনুষ্ঠিত লস এঞ্জেলেস অলিম্পিকের অনুমেয় ব্যয় ৫.৩ বিলিয়ন ডলার ধরা হয়।
বর্তমান সময়ে অলিম্পিক আয়োজন যেখানে মাত্রাতিরিক্ত ব্যয় ও ব্যাপক ঘাটতির সমার্থক হয়ে দাঁড়িয়েছে, সেখানে প্রাইভেট কমিটি সাউদারন ক্যালিফোর্নিয়ায় সামার গেমস আনতে যাচ্ছে। এবং যাকে বলা হচ্ছে ভারসাম্য বাজেটে “no-surprises”।
যদিও প্রাথমিক প্রজেকশন ব্যয়ের অঙ্ক মাত্রাতিরিক্ত। তবুও দরপত্র ডাকা নেতারা এখনো বিশ্বাস যে, তারা এই ধরনের সম্প্রচারের অধিকার, কর্পোরেট পৃষ্ঠপোষকতা এবং টিকেট বিক্রয় হিসাবে উৎস থেকে অর্জিত রাজস্ব দিয়ে সব ব্যয় মেটানো সম্ভব।
“আমরা আমাদের পদ্ধতিগুলোতে অত্যন্ত রক্ষণশীল হয়েছি”বলে জানান কমিটির প্রধান নির্বাহী জিন সাইকস।