লস এঞ্জেলেস

Long Beach এ গুলিবিদ্ধ যুবকের পাশে, গুলিবিদ্ধ নারীর লাশ

সোমবার সকালে বীচে মারাত্মকভাবে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক এবং কাছাকাছি একটি গাড়ির মধ্যে একটি মৃত মহিলার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে জানায় লং বীচ পুলিশ বিভাগ। 
পুলিশ জানায়, তারা ৫৪০০ ব্লকের Ocean Boulevard অঞ্চলে একটি মৃত লাশের ইনিশিয়াল রিপোর্টে সাড়া দিয়ে ভোর ৫.৫০ মিনিটে একটি মহিলার গুলিবিদ্ধ লাশ ও গুলিবিদ্ধ যুবককে দেখতে পায়। 
হোমিসাইড গোয়েন্দাদের বলেন, লোকটির ধড়ে একটি গুলির ক্ষত ছিল। কিন্তু  মহিলার মৃত্যুর কারণ তাদের কাছে এখনো অজানা।এই দুটি ঘটনার একটির সাথে আর একটির সম্পর্ক আছে কিনা এই বিষয়ে এখনো স্পষ্ট ধারণা নেই পুলিশের।