লস এঞ্জেলেস

মোবাইলে গোপনে ছবি তোলার জন্য গ্রেফতার করা হল নিবন্ধিত যৌন অপরাধী


গত রবিবার রোল্যান্ড মোরেনো নামের একজন নিবন্ধিত যৌন অপরাধীকে গোপন সেলফোন ব্যবহার করে লা হাবরা চারু ও কারুশিল্প দোকানে একটি মেয়ের স্কার্ট ছবি বা ভিডিও তোলার জন্য গ্রেফতার করা হয়েছে। 
বৃহস্পতিবার Buena পার্কের ৫৩ বছর বয়সী রোল্যান্ড মোরেনো জামিনে বেরোয় বলে জানান লা হাবরা থানার সার্জেন্ট জোসে Quirarte. জেল রেকর্ড অনুযায়ী, মোরেনো রবিবার গ্রেপ্তারের পর সোমবার মুক্তি পায়।
Quirarte বলেন,“পুলিশ মোরেনোর সেলফোনে ২০০ টির বেশি “আপ স্কার্ট” ভিডিও  পাওয়ার অভিযোগ করে”।মোরেনোর ফৌজদারি কর্মকাণ্ড প্রকাশ করা হয় নি। সেইসাথে কেন তাকে একটি যৌন অপরাধী হিসেবে নিবন্ধন করার প্রয়োজন ছিল এই বিষয়ে কোন মন্তব্য করে নি কর্তৃপক্ষ। Quirarte বলেন, রবিবার বিকাল ৩টা ২২ মিনিটে ১৫০০ ডব্লিউ ইম্পেরিয়াল হাইওয়ের মাইকেলস দোকানে পুলিশ ডাকা হয়েছিল মোরেনোকে গ্রেফতার করার জন্য। 
কর্তৃপক্ষ জানায়,ভুক্তভোগী নারী তার বয়স বা অন্য কোনো বিবরণ প্রকাশ করে নি।