লস এঞ্জেলেস

"Honey oil" উৎপাদন করতে গিয়ে বিস্ফোরণে পুড়ে যায় ২ জন

বুধবার সান ভ্যালির একটি বাড়িতে মারিজুয়ানা থেকে উৎকলিত “honey oil” উৎপাদন করতে গিয়ে সৃষ্ট বিস্ফোরণে দু'জন লোক মারাত্মকভাবে পুড়ে যায় এবং বাড়িটি বিস্ফোরিত হয়। 
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা ব্রায়ান হামফ্রে বলেন, “৮৩৬৬ Glencrest drive এর বাড়িটির দুই-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার বিকালে ৩ টা ৫০ মিনিটে পুড়ে যাওয়া এই বাড়িটি থেকে ২ জনকে উদ্ধার করা হয়।  কিভাবে সেখানে এই দু’জন লোক উপস্থিত ছিল তা এখনো স্পষ্ট নয়, বলে জানান হামফ্রে। দুই জন লোকের মধ্যে শরীরের ৪৬ শতাংশ পুড়ে লোকটির বয়স ৩৮ বছর। এবং অন্যজন ছিল ২০ বছর বয়সী যার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। 
৬৬ বছরের এই পুরোনো বাড়িটিতে তাদের আগমনের পূর্বে বিস্ফোরনে ক্ষতির প্রমাণ ছিল বলে জানান দমকল বাহিনী।
দমকল বাহিনী তাদের পৌঁছানোর ৩৪ মিনিটের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়, বলে জানান হামফ্রে। তার ভাষ্যমতে, আগুনটি বাড়ির গ্যারেজ এবং চিলাকোঠার মধ্যেই সীমাবদ্ধ ছিল।