মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। বুধবার রাতভর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।

ওই মুখপাত্র বলেন, হামলার লক্ষ্যবস্তুর স্থানগুলো থেকে এর আগে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছিল।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ভূখণ্ডে ইসরাইলের গত মে মাসে টানা ১১ দিন আগ্রাসনকালে দক্ষিণ লেবাননে অবস্থান করা ফিলিস্তিনি সংগঠনগুলো ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েক দফা রকেট হামলা চালিয়েছিল।

লেবাননের দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টার স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ লেবাননের দুইটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিনিধি লেবাননের রাজধানী বৈরুতের দিমাশকিয়া এলাকা থেকে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনেছেন।

ইসরাইলি সেনাবাহিনীর ওই মুখপাত্র আরো হামলার হুমকি দিয়েছেন এবং সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, লেবাননের ভিতরে যা কিছু হবে তার দায় দেশটির শাসকগোষ্ঠীর।   এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]