মধ্যপ্রাচ্য

ফুটবলপ্রেমীদের মধ্যে ইসলাম প্রচার করছে কাতার

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। সেই সাথে ইসলাম প্রচারেও কোনও কমতি রাখছে না দেশটি। কাতার কালচারাল সেন্টারে দোভাষীরা বিদেশি পর্যটকদের মধ্যে ইসলামের প্রচার করছেন। দেখা গেছে, মসজিদের বাইরেও প্রচারকরা দাঁড়িয়ে বিদেশিদের মধ্যে ইসলামের প্রচার করছেন। অ-মুসলিম দর্শকদের যদি ইসলাম সম্পর্কে কোনও প্রশ্ন থাকে, তার জবাবও দিচ্ছেন এই প্রচারকরা। বিশ্বকাপের স্টেডিয়ামের বাইরেই স্টল তৈরি করেছে কাতারের ‘ইসলাম মন্ত্রক’। সেখানে ইসলামের সঙ্গে ‘পরিচয়’ করানো হচ্ছে ফুটবলপ্রেমীদের। এদিকে ইলেকট্রনিক বোর্ডে ইসলাম সম্পর্কিত তথ্য পড়তে ‘উৎসাহ’ দেওয়া হচ্ছে দর্শকদের। ত্রিশটি ভাষায় এই বোর্ডে ইসলাম সম্পর্কিত লেখা রয়েছে। হযরত মোহাম্মদ (স) এর কীর্তি এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় কাতারের দেয়ালে-দেয়ালে লেখা হয়েছে দর্শকদের আকৃষ্ট করার জন্য। কিছু কিছু হোটেল রুমে কিউআর কোড ব্যবহার করে ইসলামের প্রচার চালানো হচ্ছে। কাতার বিশ্বকাপ নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল একাধিক কারণে। সমকামিতা নিষিদ্ধ হওয়া, বিয়ার নিষিদ্ধ হওয়া, প্রবাসী শ্রমিকদের মৃত্যুসহ একাধিক কারণে কাতারের বিশ্বকাপ সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। জানা গেছে, গত সপ্তাহে কাতারে ভ্রমণকারী মধ্যে প্রায় ৫০০ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দোহার এক মসজিদে ব্রাজিলিয়ান এক পরিবারের ইসলাম গ্রহণের খবরও ভাইরাল হয়েছে। আজান প্রচারের জন্য স্টেডিয়ামেই রাখা হয়েছে মাইক্রোফোন। মসজিদে সুন্দর কন্ঠধারী মুয়াজ্জিনের নিয়োগ দেওয়া হয়েছে। মরুর বুকে বিশ্বকাপ উপলক্ষ্যে বিশ্বজুড়ে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছে কাতারের কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম