নিউইয়র্ক

বাংলার পিঠা উৎসব এর প্রস্তুতি সভা সম্পন্ন।

গত ২রা এপ্রিল বাংলার পিঠা উৎসব এর এক প্রস্তুতি সভা জ্যাকসন হাইটস এ পেরেন্টস ক্লাব এর 

কার্যালয়ে সম্পন্ন হয়| উক্তসভায় আগামী ৫ ই এপ্রিলএর পেরেন্টস ক্লাব আয়োজিত বাংলার পিঠা 
উৎসবকে কিভাবে সাথর্ক ও সুন্দর ভাবে সম্পন্ন করা যায়  এর সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা 
করা হয়। ৪থর্ বার্ষিকী এ পিঠা উৎসব এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন রাষ্ট্রদূত ও 
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড: এ.কে.আব্দুল মোমেন।বেলা ২ টা থেকে শুরু হওয়া 
দিনব্যাপী অনুষ্ঠান মালায় থাকবে শিশুকিশোর দের চিত্রাংকন সহ বিভিন্ন ধরণের প্রতিযোগীতা,এ 
ছাড়া পুথিপাঠ, জারিগান,যাদু সহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় 
নিউইয়র্কের বিপা,বহ্নিশিখা,স্বরলিপি,বাফা,বাংলাদেশ কালচারেল সোসাইটি অব নথর্ আমেরিকা, 
সিটি কলেজ কালচারাল গ্রুপ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।৫ই এপ্রিল এর উক্ত ৪থর্ বার্ষিকী  বাংলার পিঠা উৎসবে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উদযাপন কমিটির 
পক্ষে আহ্বায়ক দেওয়ান বজলু ও সার্বিক তত্বাবধায়ক মোশারফ হোসেন।