নিউইয়র্ক

নিউইয়র্কে ব্যবসায়ীরা কর্মস্থলে যান রাতে কেন ?

নিউইয়র্কে চাঁদাবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় প্রবাসী ব্যবসায়ীরা আত্মগোপনে থাকছেন। অনেকেই এখন কর্মস্থলে আসছেন ভরদুপুর অথবা গভীর রাতে।
বনভোজন, পথমেলা, এমনকি আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বার্ষিক সাধারণ সভার জন্যও চাঁদা নেওয়া হচ্ছে। এর বাইরে রয়েছে লোক দেখানো ‘অ্যাওয়ার্ড’ প্রদানের নামে চাঁদাবাজি। বিভিন্ন সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সিটিতে আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সংখ্যা ১৭৫টিরও বেশি। সব সংগঠনই অনুষ্ঠান করে। গ্রীষ্মে অনুষ্ঠানের মাত্রা বাড়ে। জ্যাকসন হাইটস, ব্রুকলিন ও ব্রঙ্কসের কোনো কোনো বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজনের জন্যও চাঁদা চাওয়া হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, চাঁদাবাজরা বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা উঠিয়ে তার পুরোটাই আÍসাৎ করেন। খবর এনআরবি নিউজের।