নিউইয়র্ক

চুরির অভিযোগে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার হলো নিউ ইয়র্কে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি পাড়া জ্যামাইকায় স্বদেশীর দোকানে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি এক দম্পতি। শুক্রবার রাতে জ্যামাইকায় ১৬৭-০৩ হিলসাইড এভিন্যুতে ‘হিলসাইড ফ্যাব্রিক্স প্লাস’ এ চুরির পণ্যসহ তাদের হাতেনাতে ধরা হয় বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।
আবুল হোসেন (৫৬) ও তার স্ত্রী মাহফুজা ডালিমকে (৫০) পরে পুলিশে তুলে দেওয়া হয়। তারা বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে পুলিশে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ওই দোকানের মালিক মোহাম্মদ ইসলামের সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত রাখছিলেন আবুল হোসেন, সেই ফাঁকে তার স্ত্রী মাহফুজা বেশ কিছু জিনিস তার ব্যাগে ভরে বাইরে তাদের গাড়িতে উঠতে যাচ্ছিলেন।
কিন্তু ক্যাশ কাউন্টারে থেকে আয়নায় ওই ছবি দেখে দোকান মালিক মাহফুজাকে আটকান। এছাড়া সার্ভেইলেন্স ক্যামেরায়ও চুরির চিত্র ধরা পড়ে বলে অভিযোগে বলা হয়েছে।
এর আগ ২৬ এপ্রিল ওই দোকান এবং পাশের ফাতেমা গ্রোসারিতে চুরি হওয়ায় দোকান মালিকরা সতর্ক ছিলেন।
দোকান মালিকের কাছে খবর পেয়ে পুলিশ এসে ওই দম্পতির কাছ থেকে চুরি হওয়ার পণ্য উদ্ধার করে এবং তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউনের যোগাযোগ বিষয়ক উপ-পরিচালক আইকিমুলিসা লিভিংস্টন বলেন, আবুল হোসেন ও মাহফুজার বিরুদ্ধে চুরি, চুরি হওয়া মালামাল দখলে রাখার অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে।
এই মামলার শুনানির তারিখ ঠিক হয়েছে ২ নভেম্বর। সে পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে।