নিউইয়র্ক

বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকের খবর ফলাও করে নিউইয়র্ক টাইমসে

বাংলাদেশের ৮০ মিলিয়ন ডলারের অর্থ হ্যাকের  নিউইয়র্কের রিজার্ভ ব্যাংক থেকে  ঘটনার খবর বিশ্বখ্যাত দ্য নিউইয়র্ক টাইমসে ফলাও করে প্রচারিত হয়েছে।

১৭ মার্চ বৃহস্প্রতিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস-এর বিজনেস ডে সেকশনে খবরটি লীড করা হয়েছে। ‘A Heist of Millions, From a Nation: Bangladesh’s Money, Wired Out by the Fed, Vanishes in the Philippines’ শিরোনামে খবরের সাথে একটি ক্যাসিনোর ছবি ছাড়াও ভিতরের পৃষ্ঠায় পদত্যাগী বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমানের সাংবাদিক সম্মেলনের (তার সরকারী বাসভবনে অনুষ্ঠিত) বিশাল ছবিও প্রকাশিত হয়েছে। ম্যানিলা থেকে সাংবাদিক FLOYD WHALEY and NEIL GOUGH-এর প্রেরীত দ্য নিউইয়র্ক টাইমস-এর খবরে বিপুল পরিমান এই অর্থ লোপাটের বিস্তারিত তুলে ধরা হয়েছে। খবর evcmwbER’র।

এদিকে নিউইয়র্কের রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ৮০ মিলিয়ন ডলারের অর্থ হ্যাকের ঘটনায় দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমানের পদত্যাগে তারা স্বস্তি প্রকাশ করলেও প্রবাসীরা মনে করেন গভর্ণরের পদত্যাগই সবকিছু নয়। প্রবাসীর ঘটনার মূল নায়কদেও মুখোশ উন্মোচন ছাড়াও ঘটনার সত্যিকারার্থেই সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সাথে জড়িতদেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবীর পাশাপাশি লুট হওয়া অর্থ উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।