দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, ও আখেরাত
এবং দুনিয়ার শান্তি কামনায় আখেরি মোনাজাতের
মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম
পর্ব। রোববার সকাল সোয়া ১১টায় এ মোনাজাত শুরু
হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের
শীর্ষ স্থানীয় মুরুব্বি ভারতের মাওলানা সা’দ। এ সময়
তার সঙ্গে হাত তুলেন দেশ-বিদেশের লাখ লাখ
ধর্মপ্রাণ মুসল্লি।
কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা
ময়দান ও এর আশপাশ এলাকা 'আমিন, আল্লাহুম্মা আমিন'
এ মুখরিত হয়ে উঠে। এ ছাড়া সারাদেশে অনেকে
টিভির মাধ্যমে ঘরে বসে মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের
পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের
জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল
আলামীনের দরবারে প্রার্থনা করেন।
এর আগে প্রচন্ড শীত ও তীব্র কুয়াশা উপেক্ষা
করে রাজধানী ঢাকা, গাজীপুর ও এর আশপাশ এলাকার
লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে
দলে দলে ইজতেমা স্থলে আসেন। অনেকে
মোনাজাতে শরিক হওয়ার উদ্দেশ্যে রোববার
ভোর থেকেই ইজতেমা স্থলে এসে পৌঁছেন।
ইজতেমা স্থলের আশপাশের এলাকায় যানবাহন চলাচল
রাত থেকে বন্ধ থাকায় ফজরের নামাজের পর
থেকে পায়ে হেঁটে দলে দলে লোক
ইজতেমা স্থলে আসেন।
এবং দুনিয়ার শান্তি কামনায় আখেরি মোনাজাতের
মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম
পর্ব। রোববার সকাল সোয়া ১১টায় এ মোনাজাত শুরু
হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের
শীর্ষ স্থানীয় মুরুব্বি ভারতের মাওলানা সা’দ। এ সময়
তার সঙ্গে হাত তুলেন দেশ-বিদেশের লাখ লাখ
ধর্মপ্রাণ মুসল্লি।
কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা
ময়দান ও এর আশপাশ এলাকা 'আমিন, আল্লাহুম্মা আমিন'
এ মুখরিত হয়ে উঠে। এ ছাড়া সারাদেশে অনেকে
টিভির মাধ্যমে ঘরে বসে মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের
পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের
জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল
আলামীনের দরবারে প্রার্থনা করেন।
এর আগে প্রচন্ড শীত ও তীব্র কুয়াশা উপেক্ষা
করে রাজধানী ঢাকা, গাজীপুর ও এর আশপাশ এলাকার
লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে
দলে দলে ইজতেমা স্থলে আসেন। অনেকে
মোনাজাতে শরিক হওয়ার উদ্দেশ্যে রোববার
ভোর থেকেই ইজতেমা স্থলে এসে পৌঁছেন।
ইজতেমা স্থলের আশপাশের এলাকায় যানবাহন চলাচল
রাত থেকে বন্ধ থাকায় ফজরের নামাজের পর
থেকে পায়ে হেঁটে দলে দলে লোক
ইজতেমা স্থলে আসেন।