ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার
উপরে অবস্থান করছেন লিওনেল মেসি। এরপর দ্বিতীয় স্থানে প্রত্যাশিত
ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তিন নাম্বারে থাকা নামটাতেই যত চমক! ফুটবলের
নিয়মিত খোঁজ খবর যারা রাখেন তারা হয়তো ভেবে নিতে পারেন নেইমার কিংবা
অ্যাগুয়েরোর নাম।কিন্তু না, লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর
পরে অবস্থান করছেন হ্যারি কেন। ইংল্যান্ডের ২১ বছর বয়সী এই হ্যারি কেন
বর্তমানে টটেনহাম হটস্পারের হয়ে খেলছেন। চলতি মৌসুমে ২৬ গোল করে ইউরোপিয়ান
ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নাম্বারে অবস্থান করছেন তিনি। শনিবার
কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) বিপক্ষেও দুই গোল করেন হ্যারি কেন।আর
শীর্ষে থাকা লিওনেল মেসি রোববার দুর্দান্ত এক হ্যাটট্টিক পুর্ণ করেন। এর
ফলে তার দখলে সর্বোচ্চ ৪১ গোল। এজন্য এলএম টেনকে খেলতে হয়েছে ৩৮ ম্যাচ। আর
তারই চিরপ্রতিদ্বন্দ্বি ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৯ গোল করে সর্বোচচ গোলদাতার
তালিকার দ্বিতীয় স্থানটি দখল করে রেখেছেন।হ্যারি কেন ২০০৯ সাল থেকে
টটেনহাম হটস্পারে খেলছেন। ইংল্যান্ডের অনুর্ধ ১৭, ১৯, ২০ এবং ২১ এর হয়েও
নজর কুড়িয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ইংলিশ কোচ রয় হজসনও।