খেলাধুলা

বেইজিং অলিম্পিকে অংশ নেওয়া খেলোয়াড়দের টিকা গ্রহণ বাধ্যতামূলক

বেইজিং ২০২২ সালের উইন্টার অলিম্পিক এবং প্যারাঅলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেটদের করোনা টিকা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমেরিকান অ্যাথলেটদের ২০২০ সালের টোকিও অলিম্পিকে টিকা গ্রহণ করার বাধ্যবাধকতা ছিল না। ইউনাইটেড স্টেটস অলিম্পিক অ্যান্ড প্যারাঅলিম্পিক কমিটি (ইউএসওপিসি) গাইডলাইন জানায়, অংশ নেওয়া খেলোয়াড়দের স্বাস্থ্য এবং সুরক্ষা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। উইন্টার অলিম্পিক আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৪ থেকে ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং প্যারাঅলিম্পিক অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৩ মার্চ। ইএসওপিসি জানায়, 'এই ধাপের ফলে আমরা নিরাপদ এবং উৎপাদনশীল একটি পরিবেশ সৃষ্টি করতে পারবো আমাদের ইউএসএ টিমের খেলোয়াড এবং সংশ্লিষ্ট স্টাফদের জন্য'। ইউএসওপিসি আগামী ১ নভেম্বর সকল খেলোয়াড়, কর্মী, কন্ট্রাক্টর এবং অন্যান্য খাতে যুক্ত সকলকে করোনার টিকা নিতে হবে। তবে কারো একান্ত সমস্যা থাকলে টিকা গ্রহণ না করলেও হবে। তবে সেক্ষেত্রে প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে। এর ব্যয় বহন করবে ইউএসওপিসি। টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ৬১৩ জন খেলোয়াড় এর মধ্যে ১০০ খেলোয়াড় টিকা নেয়নি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এখন পর্যন্ত কোনো খেলোয়াড়কে টিকা গ্রহণ করার নির্দেশনা দেয়নি। এর আগে গত ২০২০ অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল অ্যান্ড্রু টিকা গ্রহণ না করায় ও মাস্ক ব্যবহার না করায় সমালোচনা শিকার হয়। এলএবাংলাটাইমস/ওএম