এফএ কাপে টানা দ্বিতীয় ম্যাচে শঙ্কার মধ্যে পড়েছিল ম্যানচেস্টার সিটি। আগের রাউন্ডে লিভারপুলকে হারিয়ে চমক দেখানো প্লাইমাউথ আরগাইল এবারও শুরুতেই তাদের জালে বল পাঠিয়ে চাপে ফেলে দিয়েছিল পেপ গার্দিওলার দলকে।
কিন্তু এবার অঘটন এড়াতে দারুণ প্রত্যাবর্তন দেখিয়েছে সিটি। টিনএজার নিকো ও’রেইলির জোড়া গোল ও কেভিন ডি ব্রুইনার নির্ভরযোগ্য ফিনিশিংয়ে ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ম্যানসিটি।
খেলার ৩৮ মিনিটে মাকসিম তালোভিয়েরোভের গোল প্লাইমাউথ সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। বিরতির ঠিক আগে, স্টপেজ টাইমে ডি ব্রুইনার ক্রসে ও’রেইলি হেড করে সমতা ফেরান সিটি। ৭৬ মিনিটে ফিল ফোডেনের কর্নারে আরও একটি দুর্দান্ত হেডে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ও’রেইলি। এরপর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করে সব শঙ্কা উড়িয়ে দেন ডি ব্রুইনা।
এর আগে তৃতীয় স্তরের ক্লাব লেইটন অরিয়েন্টের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছিল সিটি। এবারও শুরুর ধাক্কা সামলে দারুণ প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ইংলিশ জায়ান্টরা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস