দিমিত্রি পায়েতের গোলে ইউরো চ্যাম্পিয়নশিপে শুভ সূচনাই করেছে স্বাগতিক ফ্রান্স। শুক্রবার রাতে তারা ২-১ গোলে হারায় রোমানিয়াকে। উদ্বোধনী খেলার প্রথমার্ধ ছিল গোলশুন্য। আর্সেনাল তারকা নঅলিভার জিরুর গোলে ৫৭ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ৬৫ মিনিটে পেনাল্টি থেকে রোমানিয়াকে সমতায় ফেরান স্টানসিও। প্যাট্রিক এভরার ফাউলে পেনাল্টি পায সফরকারীরা। এরপর খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দারুণ একক প্রচেষ্টায় জয়সূচক গোলটি করেন ওয়েস্ট হ্যাম তারকা পায়েত। প্রথম গোলেও তারই সহায়তা ছিল। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দারুণ আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়ায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ফ্রান্স এর আগে নিজেদের মাঠে অনুষ্ঠিত দুটি বড় আসরে শেরোপা জেতে ১৯৮৪ তে ইউরো কাপ আর ১৯৯৮ তে বিশ্বকাপ। এবারও তারা ফেবারিট।