সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮০ একর স্থান নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৪সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা থেকে আগত ৫ সদস্যের টিম নিয়ে দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের লতিফপুর এলাকায় নির্ধারিত স্থান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
ঢাকা থেকে আসা ৫ সদস্যের টিম টেকনিক্যাল টিমে ছিলেন স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি মঞ্জুরুল রহমান, সহকারী প্রধান স্থপতি মাসুদ পারভেজ, সিলেট গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলী। এসময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের উপ পরিচালক, সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বিশ্বামানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। যেখানে হবে গবেষণা, থাকবে চিকিৎসা নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ। এখানে নির্মাণ করা হবে ১০০০ শয্যার উন্নতমানের হাসপাতাল। ফলে সিলেটে চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচন হবে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা থেকে আসা ৫ সদস্যের টিম টেকনিক্যাল টিমে ছিলেন স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি মঞ্জুরুল রহমান, সহকারী প্রধান স্থপতি মাসুদ পারভেজ, সিলেট গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলী। এসময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের উপ পরিচালক, সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বিশ্বামানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। যেখানে হবে গবেষণা, থাকবে চিকিৎসা নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ। এখানে নির্মাণ করা হবে ১০০০ শয্যার উন্নতমানের হাসপাতাল। ফলে সিলেটে চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচন হবে বলে উল্লেখ করেন তিনি।