প্রাকৃতিকভাবে শীত বিদায় না নিলেও গরম বাড়ছে ক্রমে। এর মধ্যে আবার ঝড়-বৃষ্টি আসছে। আপাতত দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত ২৪ ঘণ্টায় বেশিরভাগ স্থানে তাপমাত্রা বেড়েছে। একদিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে দু-একটি স্থানে তাপমাত্রা কমেছেও।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘ফেব্রুয়ারি শেষ মানে আমাদের আবহাওয়ার ভাষায় শীতকাল শেষ। এখন শীত বিদায় বিদায় অবস্থা। বাতাসের ধরন এখনও পরিবর্তন হয়নি। এখন শীতের অনুভূতি নেই বললেই চলে কিংবা উত্তরের দিকে কিছুটা শীত রয়েছে। নদী অববাহিকায়ও কিছু কুয়াশা হয়।’
তিনি বলেন, ‘তাপমাত্রা আপাতত আর সেভাবে কমার কোনো সম্ভাবনা নেই। হয়তো ক্রমে বাড়ার এক পর্যায়ে দু-এক জায়গায় তাপমাত্রা একটু কমতে পারে। এখন এভাবেই যাবে। গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।’ বর্তমানে অঞ্চলভেদে তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি বলেও জানান শাহীনুল ইসলাম।
এ আবহাওয়াবিদ বলেন, ‘আজ-কালের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে দেশের অন্য অঞ্চলেও তা ছড়াতে পারে।’ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস