আইটি

গুগল যে সুখবর দিল বাংলাদেশকে

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশকে একাধিক সুখবর দিয়ে গেল। অন্তুত তিনটি 'নতুন' বিষয় উপহার পেল বাংলাদেশ। যা গুগলকে অারও কার্যকরী টুল হতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।রাজধানী ঢাকায় চলমান 'ডিজিটাল ওয়ার্ল্ডে' গুগলের একাধিক কর্মকর্তা একটি পর্বে অংশ নেন। 'গুগল ইন বাংলাদেশ' নামের ওই পর্বে গুগলের বক্তারা অান্তর্জাতিক মাতৃভাষা দিবস '২১শে ফেব্রুয়ারি' নিয়ে গুগলের পরিকল্পনার কথা জানান। পরে গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা অারও দুটি 'নুতন' সেবা চালুর বিষয় জানান এই প্রতিবেদককে।গুগল ইন বাংলাদেশ পর্বে উপস্থিত ছিলেন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রবি রাজকুমার, গুগলের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক লিন হা, গুগলের ট্রান্সলেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যানি মেসার ও গুগল বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম।এই বিশেষ সম্মেলনে তারা গুগল কীভাবে কাজ করে, বাংলাদেশে গুগলের ব্যবহার এবং গুগলকে আরও ব্যবহার উপযোগী করতে বাংলাদেশিদের ভূমিকা নিয়ে অালোচনা করেন।খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম বলেন, এখন থেকে শুধু গুগল ডুডলের মাধ্যমে নয়, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 'গুগল ট্রান্সলেটর' -এর মাধ্যমে দিবসটিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে গুগল।লিন হা বাংলাদেশিদের 'গুগল বাংলা' ব্যবহারের অাহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও অনেকে গুগলকে আরও ব্যবহার উপযোগী (বাংলায়) করতে কাজ করবে।এদিকে গুগল শিগগিরই বাংলাদেশে 'গুগল অনুবাদ' সেবা চালু করতে যাচ্ছে। এই সেবা চালু হলে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ সহজ হবে। এই সেবা এখনও স্বল্প পরিসরে চালু রয়েছে। তবে তা খুব একটা কার্যকর নয়। পূর্ণরূপে এই সেবা চালু করতে ২ লাখ বাংলা শব্দ গুগলে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শব্দ যোগ হলে কারিগরি উন্নয়ন ঘটিয়ে 'গুগল অনুবাদ' চালু করবে গুগল।গুগলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অালাপকালে অারও জানা গেছে, বাংলাদেশে 'বাংলা হ্যান্ডরাইটিং রিকগনিশন' সেবাও চালু করবে গুগল। এটি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিঅার) এর মতোই। এটিতে টাচস্ক্রিন জাতীয় ডিভাইসে বাংলা লেখা হলে গুগল সেটি সংরক্ষণ করবে। চাইলে তা বাংলা কম্পোজ অাকারেও দেখাতে পারবে। তবে শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে বিস্তািরিত জানাতে চাননি।এদিকে বাংলাদেশে গুগলের অফিস চালুর বিষয়ে খান মোহাম্মাদ আনোয়ারুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অফিস চালু হবে। কবে, কখন সে সময় এখনও ঠিক হয়নি। তবে গুগলের পরিকল্পনায় অফিস চালুর বিষয়টি রয়েছে বলে তিনি জানান।অন্যদিকে দেশে গুগলের অ্যাডমিন প্যানেল স্থাপনের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।বিষয়টি জানার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিঅারসির সচিব ও পরিচালক (এনফোর্সমেন্ট) সারোয়ার অালম জানান, গুগলের কাছে দেশে 'অ্যাডমিন প্যানেল' স্থাপনের অাহ্বান জানিয়ে চিঠি পাঠালে তারা 'ইতিবাচক' সাড়া দিয়েছে।সারোয়ার অালম বলেন, 'গুগল কর্তৃপক্ষ অারও কিছু ‌‌‌বিষয় তাদের পাঠানো চিঠিতে উল্লেখ করেছে। বিষয়গুলো অামাদের বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অালাপ অালোচনার ভিত্তিতেই সবকিছু চূড়ান্ত হবে বলে তিনি জানান।প্রসঙ্গত, দেশে গুগলের অফিস চালু হলে বা অ্যাডমিন প্যানেল বসানো হলে গুগল সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা সম্ভব হবে। বিভিন্ন ধরনের তথ্য, বিতর্কিত মন্তব্য, বিকৃত ছবি, ভিডিওচিত্র গুগল থেকে বর্তমানে সরানো সম্ভব হয় না। গুগলের কাছে অাবেদন করেও তেমন কোনও সুফল মেলে না। ইন্টারনেট গেটওয়ে অপারেটরগুলোর সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট লিংক ব্লক করে সমস্যা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা হয়। তবে পূর্ণ সুফল পাওয়া যায় না। অ্যাডমিন প্যানেল বসলে, এসব সমস্যার নিয়ন্ত্রণ এবং মোকাবেলা সহজ হবে বলে মনে করে বিটিঅারসি কর্তৃপক্ষ।