আইটি

ভারত নতুন ১০টি সুপার কম্পিউটার তৈরি করবে

নতুন করে ১০টির বেশি পরিবেশবান্ধব সুপার কম্পিউটার তৈরি করতে যাচ্ছে ভারত। সুপার কম্পিটারগুলো বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিষয়ক গবেষণার কাজে ব্যবহার করা হবে। ২০১৬ সালের মার্চ নাগাদ এসব কম্পিউটার তৈরির কাজ শুরু করা হবে।
 
ভারতের জাতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ভারতের এই সুপার কম্পিউটার গুলো হবে সাশ্রয়ী। এগুলো পরিচালনার জন্য খুব বেশি বিদ্যুৎ খরচ হবে না। ফলে এগুলো হবে পরিবেশবান্ধব। এগুলো তৈরিতে ভারত সরকার চার হাজার ৫০০ কোটি ইন্ডিয়ান রুপি বরাদ্দ করেছে।
 
এ ধরনের ১০টি সুপার কম্পিউটারের মাধ্যমে ৭৩টি সুপার কম্পিউটিংয়ের কাজ করা যাবে। তিনটি সুপার কম্পিউটার পেটা স্কেলে কম্পিউটিং করতে সক্ষম হবে। পেটাস্কেল কম্পিউটিংয়ে সুপারকম্পিউটার প্রতি সেকেন্ডে কমপক্ষে এক হাজার ট্রিলিয়ন তথ্য-উপাত্ত প্রক্রিয়া করতে পারে। যা কিনা পাঁচ হাজার থেকে ছয় হাজার উচ্চ ক্ষমতার ল্যাপটপ কম্পিউটারের একযোগে তথ্য উপাত্ত প্রক্রিয়া করার সমান।