প্রযুক্তি দুনিয়া বেশ গোলমেলে হয়ে
গেছে। স্মার্টফোন ডেস্কটপের
জায়গা নিয়ে নিচ্ছে। সোশাল
মিডিয়া সার্চ ইঞ্জিনকে টেক্কা
দিচ্ছে। অন-ডিমান্ট সেবা
টেলিভিশনের প্রয়োজন দূর করছে।
মেসেজিং অ্যাপ টপকে যাচ্ছে
ইমেইলকে। আর এ পরিবর্তন ব্যবসা,
আমাদের পোর্টফোলিও এবং গোটা
জীবনের ওপর প্রভাব ফেলছে।
তবে যারা এসব তথ্য সম্পর্কে খোঁজ-
খবর রাখেন তাদের কাছে প্রযুক্তির
পরিবর্তন আসলে হুমকি নয়, বরং
সুযোগ। গত ৬ বছর ধরে 'ইগনিশন'
শিরোনামে বিজনেস ইনসাইডারের
এক কনফারেন্সে প্রযুক্তির দুনিয়ার
ভবিষ্যদদ্রষ্টাদের এক করা হয়। তারা
আগামীর ডিজিটাল মিডিয়া সম্পর্কে
৭ ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন।
এদের মূল অংশগুলো দেখে নিন।
১. ডিজিটাল মিডিয়াকে মানুষ গ্রহণ
করছে আরো বেশি করে। অন্যান্য
সবকিছু ডুবতে বসেছে।
২. ভিডিও, গান এবং ডিজিটাল
প্রিন্ট-এ সাবস্ক্রিপশন বৃদ্ধি পাচ্ছে
অতি দ্রুত হারে।
৩. স্থানীয় ডিজিটাল
অ্যাডভার্টাইজিং বাড়তে থাকে
নিরবচ্ছিন্নভাবে।
৪. বিজ্ঞাপন ব্লক করা নিয়ে বর্তমান
সমস্যা এমনিতেই দূর হবে।
৫. ভবিষ্যত প্রযুক্তি দুনিয়ায় স্মার্ট
গ্লাস, স্মার্ট কার বা ভার্চুয়াল
রিয়েলিটি খুব বড় অংশ দখল করতে
পারবে না।
৬. টেলিভিশন নেটওয়ার্কগুলো
শিগগিরই সংবাদপত্র নিয়ে যন্ত্রণায়
পড়বে।
৭. এ খাতে ক্ষমতা এবং সম্পদের
পরিমাণ এত বাড়বে যা আগে কখনো
হয়নি।
গেছে। স্মার্টফোন ডেস্কটপের
জায়গা নিয়ে নিচ্ছে। সোশাল
মিডিয়া সার্চ ইঞ্জিনকে টেক্কা
দিচ্ছে। অন-ডিমান্ট সেবা
টেলিভিশনের প্রয়োজন দূর করছে।
মেসেজিং অ্যাপ টপকে যাচ্ছে
ইমেইলকে। আর এ পরিবর্তন ব্যবসা,
আমাদের পোর্টফোলিও এবং গোটা
জীবনের ওপর প্রভাব ফেলছে।
তবে যারা এসব তথ্য সম্পর্কে খোঁজ-
খবর রাখেন তাদের কাছে প্রযুক্তির
পরিবর্তন আসলে হুমকি নয়, বরং
সুযোগ। গত ৬ বছর ধরে 'ইগনিশন'
শিরোনামে বিজনেস ইনসাইডারের
এক কনফারেন্সে প্রযুক্তির দুনিয়ার
ভবিষ্যদদ্রষ্টাদের এক করা হয়। তারা
আগামীর ডিজিটাল মিডিয়া সম্পর্কে
৭ ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন।
এদের মূল অংশগুলো দেখে নিন।
১. ডিজিটাল মিডিয়াকে মানুষ গ্রহণ
করছে আরো বেশি করে। অন্যান্য
সবকিছু ডুবতে বসেছে।
২. ভিডিও, গান এবং ডিজিটাল
প্রিন্ট-এ সাবস্ক্রিপশন বৃদ্ধি পাচ্ছে
অতি দ্রুত হারে।
৩. স্থানীয় ডিজিটাল
অ্যাডভার্টাইজিং বাড়তে থাকে
নিরবচ্ছিন্নভাবে।
৪. বিজ্ঞাপন ব্লক করা নিয়ে বর্তমান
সমস্যা এমনিতেই দূর হবে।
৫. ভবিষ্যত প্রযুক্তি দুনিয়ায় স্মার্ট
গ্লাস, স্মার্ট কার বা ভার্চুয়াল
রিয়েলিটি খুব বড় অংশ দখল করতে
পারবে না।
৬. টেলিভিশন নেটওয়ার্কগুলো
শিগগিরই সংবাদপত্র নিয়ে যন্ত্রণায়
পড়বে।
৭. এ খাতে ক্ষমতা এবং সম্পদের
পরিমাণ এত বাড়বে যা আগে কখনো
হয়নি।