আইটি

অন্য চার্জার ব্যবহার করছেন?

বর্তমানে অ্যাপল, গুগলসহ কিছু কোম্পানি স্মার্টফোনের সঙ্গে চার্জার দেয় না। অধিকাংশ ক্ষেত্রে ফ্ল্যাগশিপের ক্ষেত্রেই এই ঝামেলা। তখন আবার ভালো মানের চার্জার কেনার দিকে মনোযোগ দিতে হয়। সেখানেও ঝামেলা। এখন চার্জিং প্রযুক্তি অনেক উন্নত। চার্জারের আছে নিজস্ব সক্ষমতা বা ওয়াট। কিছু কিছু কোম্পানি উন্নত প্রযুক্তির চার্জিং এর নিশ্চয়তা দিয়ে শুধু ক্যাবল দিয়ে দেয় প্যাকেজে। মিডরেঞ্জে অবশ্য চার্জার এখনো পাওয়া যায়।   আসল সমস্যা হলো চার্জার না থাকলে বা নষ্ট হয়ে গেলে। অন্য চার্জার ব্যবহার করলে সেটি কি ঠিক হবে? দীর্ঘদিনের ব্যবহারে বা কোনো দুর্ঘটনায় চার্জার নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। এই কারণে দরকারের সময় অন্য কারো ডিভাইসের চার্জার দিয়ে অনেকেই সেলফোন চার্জ দেয়। বিষয়টির ভালোমতো সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। মনে রাখবেন, স্মার্টফোনের মূল চার্জার ব্যতীত অন্য কারো অ্যাডাপ্টার ব্যবহার করা ক্ষতিকর। অনেক সময় ডিভাইসের বড় ক্ষতি হতে পারে। সাধারণত সেলফোনের সঙ্গে যে চার্জারটি দেওয়া হয়, তা বিশেষভাবে ফোনের ব্যাটারি চার্জ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যবহারকারীর ফোনের জন্য সঠিক আকার, সঠিক ভোল্টেজ ও এটি সঠিক ধরনের সংযোগকারীর প্লাগের সঙ্গে দেওয়া হয়। বিদ্যুতের ভোল্টেজ প্রায় সময় আপডাউন করে। সে সময় নির্ধারিত চার্জার ছাড়া ডিভাইস চার্জ দিলে ব্যাটারির পাশাপাশি মাদারবোর্ডেরও ক্ষতি হতে পারে। ব্যাটারি দ্রুত গরম হওয়া, চার্জ শেষ হয়ে যাওয়া, চার্জ হতে বেশি সময় নেওয়ার সমস্যাও দেখা দেয়। অনেক সময় ভোল্টেজের মিল না থাকলে চার্জার ব্যবহারের কারণে ব্যাটারি ফুলে যাওয়া, চার্জ হওয়ার পরিবর্তে চার্জ কমতে থাকা, ব্যাটারি সেল নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয়ও ঘটে থাকে। যদি ডিভাইসের মূল চার্জার নষ্ট হয়ে যায়, তখন একই ধরনের চার্জার অ্যাডাপ্টার কিনে নেওয়া ভালো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস